আরও পড়ুন: ফোনে মন, দুর্গামণ্ডপে সিঁড়ি থেকে পড়লেন কাজল! সপ্তমীতে মুখোপাধ্যায় বাড়ির পুজোর ভিডিও ভাইরাল
সপ্তমীতে রানির সাজে মুগ্ধ ভক্তরা। সোনালি হাতাকাটা ব্লাউজের সঙ্গে সোনালি পাড় দেওয়া সোনালি শাড়িতে সেজেছেন মুম্বইয়ের বাঙালিনী। হাতে শাখা-পলা। গলায় রংবেরঙের পুঁথি দিয়ে তৈরি হার। কপালে সাদা টিপ, মাথায় আলগা খোঁপা। বাঙালি শাড়িতে ঝলমলে পর্দার ‘মিসেস চ্যাটার্জি’।
advertisement
কিন্তু তাঁর ভিডিও দেখে চটে গেলেন নেটিজেনদের একাংশ। পায়ের জুতো না ছেড়েই মণ্ডপে উঠে দেবীদুর্গার আশীর্বাদ নেওয়া বা প্রতিমার ছবি তোলার জন্য কটাক্ষ ধেয়ে এল রানির দিকে। কেউ কেউ লিখলেন, ‘মণ্ডপে জুতো খুলে উঠুন। আপনি তো দেবীর থেকে বড় নন।’ কেউ কেউ আবার রানির সাজের বেশ প্রশংসা করলেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, শাড়ির আঁচল জড়িয়ে নিয়ে দেবীদর্শন করার পর বন্ধুবান্ধব, আত্মীয়দের সঙ্গে দেখা করলেন রানি। জড়িয়ে ধরে সবাইকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।