advertisement
যেদিন করোনায় আক্রান্ত হয়েছিলেন পূজা, সেদিনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নিজের অসুস্থতার কথা। লিখেছিলেন, 'হ্যালো সবাই। আমি কোভিড ১৯ পজিটিভ হয়েছি। আমি সব নিয়ম মেনে আইসোলেশনে রয়েছি। হোম কোয়ারেন্টিনে থাকব আমি।' পরে নিজের স্বাস্থ্যের আপডেটও দিয়েছিলেন নায়িকা। তাঁর হাল্কা উপসর্গের কথা জানিয়ে, ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন সে কথাও শেয়ার করেছিলেন ফ্যানেদের সঙ্গে।
মূলত দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের জন্যই সবচেয়ে বেশি জনপ্রিয় পূজা হেগড়ে। ২০২১ সালে তামিল ছবি 'মুগামুদি' দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। এছাড়াও মুকুন্দা, মহর্ষি ও ওকা লায়লা কোসামে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে হৃত্বিক রোশনের বিপরীতে বলিউডে অভিষেক করেছিলেন পূজা। 'মহেঞ্জোদারো' ছবিতে নজর কেড়েছিলেন তিনি। এর পর ২০১৯ সালে 'হাউজফুল ৪'-এ দেখা গিয়েছিল তাঁকে।
হাতে অনেকগুলি কাজ রয়েছে পূজার। তেলেগু ফিল্মের পাশাপাশি তাঁকে বলিউডেও একাধিক ছবিতে দেখা যাবে আগামীতে। আচার্য ও মোস্ট এলিজেবল ব্যাচেলরের নায়িকা পূজা। এছাড়াও প্রভাসের সঙ্গে তাঁর আসন্ন ছবি রাধেশ্যাম। পরে রণবীর সিংয়ের সঙ্গে সার্কাস ছবিতেও কাজ করতে চলেছেন তিনি।