সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সঞ্চালিকাকে তার পোশাকের জন্য অপমান করেছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ। সুরাতের এক পাঁচতারা হোটেলে বিজেপির একটি অনুষ্ঠান ছিল। সেখানেই ঘটেছে ঘটনাটি।
অনুষ্ঠানে সঞ্চালিকা, মঞ্চে উপস্থিত থাকা প্রত্যেক অতিথিদের সঙ্গে দর্শকের পরিচয় করাতে শুরু করেন। মৌসুমি চট্টোপাধ্যায়কে কিছু বলার জন্য অনুরোধ করা হলে তিনি মাইক নিয়ে সঞ্চালিকার পোশাক নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘আপনি এই ধরনের পোশাক পরে এসেছেন? এ রকম পোশাক তো একেবারেই শোভনীয় নয়। আপনার উচিত ছিল শাড়ি বা সালওয়ার কামিজ পরে আসা। আমি আমার মেয়েদের এই ধরনের পোশাক পরে অনুষ্ঠানে যেতে দিই না।’’
advertisement
এরপরই সঞ্চালিকা অপমানিত হয়ে সঞ্চালনা করা বন্ধ করে দেন। পরে অভিনেত্রীকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘‘আমি ওকে মায়ের মতোই একটা পরামর্শ দিয়েছিলাম। বলেছিলাম আমাকে যেন ভুল না বোঝে। ভারতীয় মহিলা হিসেবে তাঁর সেই অধিকার আছে নতুন প্রজন্মকে কোথায় কী ধরনের পোশাক পরে যাওয়া উচিত তার শিক্ষা দেওয়া। সঞ্চালিকাকে অপমান করতে চাইনি।’’
কিন্তু যতটা সহজ ব্যাপার অভিনেত্রী ভেবেছিলেন ততটা সহজ ছিল না। জল অনেক দূর গড়িয়েছে। অনুষ্ঠানের উদ্যোক্তা উমেশ মেহতা জানান, ‘‘আমি সুরাতের বিজেপি সভাপতি নীতীন ভাজিয়াওয়ালা সহ–বাকিদের আমন্ত্রণ জানিয়েছিলাম। ওই সঞ্চালিকা সুরাতেই থাকেন।’’