TRENDING:

Lara Dutta's Father Death: সব শেষ! বাবা আর নেই...! সবচেয়ে কাছের মানুষকে হারালেন লারা দত্ত, শোকে পাথর বলি নায়িকা

Last Updated:

Lara Dutta's Father Death:বলিউডে নেমে এল বিরাট শোকের ছায়া৷ বাবাকে হারালেন বলিউড অভিনেত্রী লারা দত্ত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বলিউডে নেমে এল বিরাট শোকের ছায়া৷ বাবাকে হারালেন বলিউড অভিনেত্রী লারা দত্ত৷ বলিউড অভিনেত্রী লারা দত্তের বাবা অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এল কে দত্ত, মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বাবার মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছেন অভিনেত্রী৷
News18
News18
advertisement

অভিনেত্রীর বাবার মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি এবং পরিবার এই বিষয়ে কোনও বিবৃতি জারি করেনি। শনিবার মুম্বাইয়ে তার বাবার শেষকৃত্যে যোগ দিয়েছিলেন লারা দত্ত, তার স্বামী মহেশ ভূপতি। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ ভিডিওতে দেখা গেছে, সাদা পোশাক পরে দত্ত পরিবার এল কে দত্তের শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছে। ভিডিওতে অভিনেত্রীর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন ভক্তরা৷

advertisement

আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ! গ্রহের রাজপুত্রের মেগা খেলা শুরু…! টাকার খনিতে ৪ রাশি, লাগবে বাম্পার ‘লটারি’, চাকরিতে পদোন্নতি কাদের

মাত্র দুই সপ্তাহ আগে, লারা দত্ত তাঁর বাবার ৮৪ তম জন্মদিন উদযাপনের জন্য ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছিলেন। তিনি ইনস্টাগ্রামে একটি হৃদয়গ্রাহী পোস্ট শেয়ার করেছিলেন এবং এই বিশেষ দিনটির তাৎপর্য সম্পর্কে লিখেছিলেন – এই দিনটি শুধু তাঁর বাবার জন্মদিন নয়, বরং তার মিস ইউনিভার্স জয়ের ২৫ তম বার্ষিকীও।

advertisement

আরও পড়ুন-জুন মাসেই লাগবে ‘লটারি’…! মঙ্গলের রাজকীয় চালে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড, ৩ রাশির ‘জ্যাকপট’, অঢেল টাকা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলবে ভাগ্য

তিনি লিখেছিলেন,’গতকাল ছিল রোলার কোস্টার আবেগের দিন….. ১২ই মে…….. আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন! শুধু আমার বাবার জন্মদিন নয়, ২৫ বছর আগে আমি মিস ইউনিভার্স জেতার দিনও এটি!. সময় অবশ্যই উড়ে যায়!!! গতকাল বাবার জন্মদিন উদযাপনের জন্য একটি পুজোর মাধ্যমে দিনটি উদযাপন করেছি…… জীবন কতটা ক্ষণস্থায়ী এবং ভঙ্গুর তা পুরোপুরি জেনে, মহাবিশ্ব আমাদের যে উপহার দিয়েছে তা স্বীকার করা এবং কৃতজ্ঞ থাকা গুরুত্বপূর্ণ।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে, লারা দত্ত বহুল প্রতীক্ষিত ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ অভিনয় করতে চলেছেন। ২০২১ সালে ‘বেল বটম’-এর পর এই ছবিতে তাকে অক্ষয় কুমারের সঙ্গে পুনরায় দেখা যাবে। আহমেদ খান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন রবিনা ট্যান্ডন, সুনীল শেঠি, দিশা পাটানি, আফতাব শিবদাসানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি এবং তুষার কাপুর-সহ আরও অনেকে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Lara Dutta's Father Death: সব শেষ! বাবা আর নেই...! সবচেয়ে কাছের মানুষকে হারালেন লারা দত্ত, শোকে পাথর বলি নায়িকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল