অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই কল্কি সিদ্ধান্ত নিয়েছিলেন বাচ্চাকে প্রাকৃতিক পদ্ধতিতেই জন্ম দেবেন । তার মধ্যে ওয়াটার থেরাপির কথাই ভেবে রেখেছিলেন তিনি । কিন্তু সন্তানের জন্মের সময় প্রবল প্রসব যন্ত্রণা সহ্য করতে হয় তাঁকে । কল্কি জানিয়েছিলেন, একটা সময় সমস্ত আশা ছেড়ে দেন তিনি, তবে অবশেষে সব ঠিক হয়ে যায়।
সন্তানকে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারেও বরাবরই খোলাখুলি মুখ খুলেছেন নায়িকা। ছয় মাস পর্যন্ত সন্তানের শুধুই স্তনদুগ্ধ পান করার ব্যাপারে তিনি ছিলেন সচেতন । স্যাফো’কে প্রথম ছয় মাস শুধুই বুকের দুধ খাইয়েছেন তিনি, সে কথা সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছিলেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র অভিনেত্রী ।
এ বার শেয়ার করলেন সন্তান’কে স্তনদুগ্ধ পান করানোর ছবি । না নিজের ছবি নয় । কিন্তু সেই ছবির মধ্যে যেন নিজেকেই খুঁজেছেন অভিনেত্রী । মা গাভী রাস্তায় দাঁড়িয়ে স্তনপান করাচ্ছিল বাছুরকে । মায়েদের অনুভূতিটা কোথাও গিয়ে যেন এক সুতোয় গাঁথা হয়ে যায় । তা সে পশু হোক বা মানুষ । কল্কির ক্ষেত্রেও এমনটাই হল । তিনিও নিজের অনুভূতির সঙ্গে মিল খুঁজে পেলেন ওই ছবির ।