৬০-এ পা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান৷ ঘড়ির কাটা ১২ টা পেরতে না পেরতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ বলিউডের তারকারাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন শাহরুখকে৷ তেমনি ষাটতম জন্মদিনে কিং খানকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী কাজল৷
অভিনেত্রী এক্স হ্যান্ডেলে শাহরুখের সঙ্গে রোম্যান্টিক দুটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান৷ তিনি পোস্টে লেখেন, ষাটতম জন্মদিনের একরাশ শুভেচ্ছা, সুন্দরভাবে বাঁচো.. আজকের দিনের জন্য এটাই পরামর্শ! তবে মোমবাতি গুনবেন না …. সবে তো ২৯ পূর্ণ হল.., তোমার এবং তোমার পরিবারের সকলের জন্য অনেক অনেক মঙ্গল ও শুভ কামনা! শুভ জন্মদিন শাহরুখ৷
বলিউডের সেরা রোমান্টিক জুটির কথা বললেই কাজল ও শাহরুখ খানের রোম্যান্স আজও পেজ থ্রি-র শিরোনামে। প্রথমসারির জুটি হিসেবে যেমন তাদের পরিচিতি রয়েছে ঠিক তেমনই বন্ধুত্বের রসায়ণও তাদের খুবই ভাল। প্রতিবারের মতোন এবারও অনবদ্য কায়দায় বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছেন কাজল৷ পোস্ট ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
