TRENDING:

Kajol Shooting in Bengal: ভোটের মরশুমে বর্ধমানে কাজল! নিরাপত্তার কড়া ঘেরাটোপ, কী করছেন অভিনেত্রী 

Last Updated:

Kajol Shooting in Benga: বীরভূম জেলার বিভিন্ন জায়গায় শ্যুটিংয়ের পর  পূর্ব বর্ধমানের আদুরিয়া-সহ কালিকাপুর রাজবাড়িতেও শ্যুটিং করতে দেখা যায় কাজলকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: ভোটের মরশুমেই পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে শ্যুটিং চলছে জনপ্রিয় কাজলের হিন্দি ছবির।  ‘মা’ সিনেমার শ্যুটিংয়ের কাজ চলছে আউশগ্রামের কালিকাপুর রাজবাড়িতে৷ শনিবার থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত কাজলের অভিনয়ের সাক্ষী থাকছে কালিকাপুর রাজবাড়ি। পূর্ব বর্ধমানের আউশগ্রামে রয়েছে কালিকাপুর রাজবাড়ি। জঙ্গলঘেরা কালিকাপুর রাজবাড়ি এবং আশপাশের বেশ কিছু জায়গায় শ্যুটিং চলছে।
কাজল 
কাজল 
advertisement

স্বভাবতই শ্যুটিং ঘিরে ব্যপক উন্মাদনা রয়েছে সম্পূর্ণ গ্রামজুড়ে। সূত্র মারফৎ জানা গিয়েছে, বিশাল ফুরিয়া নির্দেশিত এবং অজয় দেবগণের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘মা’ সিনেমাটি। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন কাজল। এটি ভূতের সিনমা। বীরভূম জেলার বিভিন্ন জায়গায় শ্যুটিংয়ের পর  পূর্ব বর্ধমানের আদুরিয়া-সহ কালিকাপুর রাজবাড়িতেও শ্যুটিং করতে দেখা যায় কাজলকে।

অজয়ের প্রযোজনায় তৈরি এই ছবিতে  কাজল মায়ের ভূমিকায় থাকবেন বলেই জানা গিয়েছে। বীরভূম জেলার বোলপুরের লাইন প্রোডিউসার কার্তিক শেঠের ব্যবস্থাপনায় ছবির শ্যুটিংয়ের দৃশ্য গ্রহনের কাজ চলছে৷

advertisement

আরও পড়ুন: এক প্যান্টেই শ্যুটিং! বহু ফ্লপ! সেই নায়কই ৫৭২ কোটির মালিক, বিদেশেও অঢেল সম্পত্তি

View More

আরও পড়ুন: ‘এত খারাপ! ইংলিশ জানে না’! ইংরেজি বলে মহাবিপাকে! কী বলে হাসির খোরাক শুভশ্রী

সাধারণ ভাবেই পূর্ব বর্ধমানের আউশগ্রামের কালিকাপুর রাজবাড়িতে বহু সিনেমার শ্যুটিং হয়েছে। ‘পিপ্পা’ ছবির শ্যুটিংও এই জায়গাতেই হয়েছে। এছাড়াও পাভেলের ‘রসগোল্লা’ ছবির দৃশ্যগ্রহনও করা হয়েছে এই জায়গায় ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘আয় খুকু আয়’ ছবির শ্যুটিং কালিকাপুরেই হয়েছে৷ সেরকমই আবার এক ছবির দৃশ্যগ্রহণের সাক্ষী থাকল কালিকাপুর রাজবাড়ি। সূত্রের খবর, চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত শ্যুটিং চলবে আউশগ্রামে।

advertisement

প্রশাসন সূত্রে খবর,আশপাশের প্রত্যেক জায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কমবেশি প্রায় ১০০ জন পুলিশকর্মী মোতায়েন রয়েছে সম্পূর্ণ এলাকা জুড়ে। এছাড়াও অভিনেত্রীর নিরাপত্তার জন্য রয়েছে বাউন্সার। জনসাধারণের প্রবেশ আপাতত বন্ধ রয়েছে শ্যুটিং এরিয়ায়। তবে স্থানীয় গ্রামবাসীদের স্বাভাবিক জীবনে যাতে কোনও প্রভাব না পড়ে, তাই তাঁদের যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kajol Shooting in Bengal: ভোটের মরশুমে বর্ধমানে কাজল! নিরাপত্তার কড়া ঘেরাটোপ, কী করছেন অভিনেত্রী 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল