কন্নড় পরিচালক ইন্দ্রজিৎ লঙ্কেশের বয়ান অনুযায়ী ড্রাগ র্যাকেটের অন্যতম অভিযুক্ত আদিত্য আলভা। সূত্রের খবর অনুযায়ী, আলভা তার বোন প্রিয়াঙ্কার বাড়িতে লুকিয়ে আছে কি না তা জানতেই সিসিবি আধিকারিকরা মুম্বইয়ে বিবেক ওবেরয়ের বাড়িতে তল্লাশির জন্য আদালতের থেকে ওয়ারেন্ট পান। পুলিশ স্যান্ডেলউড ড্রাগস মামলায় রাগিনী দ্বিবেদির বাড়িতে অভিযান চালানোর পর থেকে আলভা পলাতক৷ তার খোঁজ পাওয়া যাচ্ছে না৷
advertisement
আরও পড়ুন ICU-তে জীবন-মৃত্যু লড়াইয়ে বলিউডের হারিয়ে যাওয়া এক নায়ক ফারাজ, ওষুধের বিল মেটালেন সলমন!
সেপ্টেম্বরে এই মামলায় আলভার বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়েছে। সিসিবির মতে আদিত্য এই মামলার পঞ্চম অভিযুক্ত। তিনি অত্যন্ত প্রভাবশালী পারিবারের৷ তাঁর বাবা প্রয়াত জীবনরাজ আলভা ছিলেন মন্ত্রী৷ এবং জীবদশায় তিনি অত্যন্ত শক্তিশালী ও ক্ষমতাবান নেতা ছিলেন। প্রয়াত মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ হেগডের ডান হাতের বলেই পরিচিত ছিলেন জীবনরাজ আলভা৷ সেই ক্ষমতার অপব্যবহার করছেন তাঁর ছেলে আদিত্য, এমনই অভিযোগ৷
আদিত্যর মা নন্দিনী আলভাও সমাজের প্রতিষ্ঠিত। তিনি বিশিষ্ট নৃত্যশিল্পী এবং ইভেন্ট অর্গানাইজার হিসেবে পরিচিত। বেঙ্গালুরু হাব্বা (Bengaluru Habba) প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম একজন তিনি৷ এই সাংস্কৃতিক অনুষ্ঠান যা ১৯৯৯-২০০৪ এর মধ্যে গঠিত হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী এস এটি এম কৃষ্ণের আমলে চালু হয়েছিল।
