৪৪ বছরের অভিনেতা সদ্য ছেলের ৫ বছরের জন্মদিন পালন করেছেন। কিন্তু তুষারের সাফ কথা, ছেলে লক্ষ্যকে কারও সঙ্গে ভাগ করে নিতে রাজি নন তিনি। এখনও নয়, ভবিষ্যতেও না। তিনি বলেছেন, 'বিশ্বের কারও সঙ্গে লক্ষ্যকে ভাগ করে নেব না, এখন না। ভবিষ্যতেও না।' বিয়ে প্রসঙ্গেও মুখ খুলেছেন অভিনেতা। তাঁর দাবি, 'কখনও না। আমার যদি কোনওদিন এ নিয়ে সংশয় থাকত, তাহলে আমি কোনওদিনই একক পিতা হওয়ার কথা ভাবতাম না। আমি এটা করেছি, এবং সারা জীবন এই দায়িত্ব পালন করব বলেই করেছি।'
advertisement
তুষারের কথায়, 'আমার কাছে আর কোনও বিকল্প ছিল না, এবং আমি অন্য কোনও ভাবে এটা করতে চাইওনি। আমি আমার ছেলেকে বিশ্বের কারও সঙ্গে ভাগ করে নিতে পারব না। এখনও না, ভবিষ্যতেও না। তাই যার শেষ ভালো, তার সব ভালো।'
মঙ্গলবারই ছেলে লক্ষ্যের ৫ বছরের জন্মদিন বাড়িতে ধুমধাম করে পালন করেছেন তুষার। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। সেখানে দেখা গিয়েছে তুষারের বাবা ও মা জিতেন্দ্র-শোভাকে। সঙ্গে ছিলেন তাঁর বোন প্রযোজক একতা কাপুরও। বাড়িতেই জন্মদিন পালন করা হয়েছে লক্ষ্যের। ২০১৯ সালে একতাও সারোগেসির মাধ্যমে তাঁর ছেলে রবিকে স্বাগত জানিয়েছেন। কাজের দিক থেকে তুষারকে শেষ দেখা গিয়েছিল অক্ষয় কুমারের 'লক্ষ্মী' ছবিতে, ছবির প্রযোজক হিসেবে।