TRENDING:

KL Rahul Athiya Shetty wedding| Suniel Shetty reaction: ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে মেয়ে আথিয়ার বিয়ে, বলি নায়ক সুনীল শেট্টির কী মত?

Last Updated:

কেএল রাহুলকে যে জামাই হিসেবে পছন্দ করেন সুনীল শেট্টি, সে কথা তিনি বুঝিয়ে দিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অভিনেত্রী আথিয়া শেট্টি এবং কেএল রাহুলের প্রেম পরিণতি পেতে চলেছে৷ চার হাত এক হবে তাদের৷ এমনই গুঞ্জন৷ এবার মেয়ের বিয়ে নিয়ে মুখ খুললেন সুনীল শেট্টি৷ বলিউডের হিরো সুনীলের মেয়ে আথিয়া৷ দাবি করা হয়েছে যে সম্প্রতি আথাইয়া ও রাহুলের দুই পরিবারের দেখাও হয়েছে৷ সম্প্রতি আথাইয়া ও রাহুল নতুন বাড়ি কিনেছেন। চলছে দু’জনের বিয়ের প্রস্তুতিও চলছে।
advertisement

এবার নিজের প্রতিক্রিয়া জানালেন সুনীল শেট্টি। একটি রেডিও সাক্ষাৎকারে সুনীলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পরিবার প্রস্তুতি শুরু করেছে কিনা, যার উত্তরে তিনি বলেছিলেন, "না, এখনও কিছুই পরিকল্পনা করা হয়নি!" ইন্ডিয়া টুডে-এর রিপোর্টে দাবি করা হয়েছে, আথাইয়া এবং রাহুল আগামী তিন মাসের মধ্যে বিয়ে করতে প্রস্তুত এবং এর জন্য প্রস্তুতি চলছে। যদিও কে এল রাহুলের হবু শ্বশুরের মন্তব্য উল্টো কথা বলছে৷

advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধম্য জানানো হয়েছে, "রাহুলের বাবা-মা সম্প্রতি আথিয়ার পরিবারের সাথে দেখা করতে মুম্বই যান। আথিয়া এবং রাহুল তাদের পরিবারের সাথে নতুন বাড়িতে যান যেখানে তারা শীঘ্রই একসাথে থাকবেন। আগামী তিন মাসের মধ্যে মুম্বইয়ে বিয়ে হবে বলে আশা করা হচ্ছে। আবার ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বলিউড নায়িকার বিয়ে যে খুব ধুমধাম করে হবে, সেটা নিয়ে সকলেই নিশ্চিত৷ এক্ষেত্রে আবার ক্রিকেটারের শ্বশুরও বলিউডের হিরে৷

advertisement

আরও পড়ুন KL Rahul Wedding: কেএল রাহুলের হবু শ্বশুর ব্যাপক মালদার, ব্যবসা থেকে সম্পত্তি, শুনলে চোখ উঠবে কপালে

আথিয়া এবং রাহুল তিন বছরেরও বেশি সময় ধরে একে অপরকে ডেট করছেন। তারা গত বছর তাদের সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। আথিয়ার ভাই অহনের ছবির স্ক্রিনিং-এ এপ্রকাশ্যে একসঙ্গে আসেন আথিয়া ও রাহুল৷ রাহুলের সঙ্গে অস্ত্রোপচারের জন্য জার্মানিতেও গিয়েছিলেন আথিয়াও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কেএল রাহুলকে যে জামাই হিসেবে পছন্দ করেন সুনীল শেট্টি, সে কথা তিনি বুঝিয়ে দিয়েছেন৷ এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “এটা তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা কী করতে চায় কারণ সময় বদলে গেছে। দু’জনেই সাবালক৷ আমি চাই তারা সিদ্ধান্ত নিন। আমার আশীর্বাদ সবসময় ওদের সাথে আছে। ,

বাংলা খবর/ খবর/বিনোদন/
KL Rahul Athiya Shetty wedding| Suniel Shetty reaction: ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে মেয়ে আথিয়ার বিয়ে, বলি নায়ক সুনীল শেট্টির কী মত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল