সঞ্জয় লিখছেন, ' আমার খারাপ দিনে চিন্টু স্যর আমায় শিখিয়েছিলেন, জীবনে প্রাণভরে বাঁচো৷ প্রতিটি মুহূর্তকে এনজয় করো৷ কঠিন সময়েও জীবনের মুখোমুখি দাঁড়াও৷ চোখে চোখ রেখে৷'
সঞ্জয়ের ট্যুইট, 'আমি চিন্টু স্যরকে সারাজীবন মিস করব৷ আমার জীবনের, আমার পেশায় আপনি সব সময় আদর্শ৷ আপনি সব সময় আমার খেয়াল রাখতেন৷ কয়েক মাস আগে যখন আমরা ডিনার করলাম একসঙ্গে, তখনও বাবার মতো আমার যত্ন করছিলেন৷ আপনিই আমায় জীবনকে প্রাণ ভরে বাঁচতে শিখিয়েছেন৷ বহু ছবিতে আপমার সঙ্গে কাজ করে আমি গর্বিত৷ অনেক দিন ধরেই ক্যানসারে ভুগছেন৷ কখনও কষ্টের কথা বুঝতে দেননি৷ যন্ত্রণার মধ্যেও হাসতেন সর্বদা৷ সে বার যখন নিউ ইয়র্কে ফোনে কথা হল, তখনও আপনি কত উচ্ছ্বসিত৷ আমি আজ পরিবারের একজনকে হারালাম৷ এমন একজন মানুষ, যিনি আমায় শিখিয়েছেন, জীবনে যা-ই ঘটুক, হাসতে ভুলবে না৷ আই লাভ ইউ চিন্টু স্যার৷'
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 30, 2020 3:39 PM IST