TRENDING:

বাবা হলেন নীল নীতিন মুকেশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডে সুখবরের বন্যা ৷ কিছুদিন আগেই দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন শাহিদ কাপুর ৷ মিশার পর জেন কাপুরকে স্বাগত জানিয়েছেন শাহিদ-মীরা ৷ সুখবর শুনিয়েছেন, সদ্য বিয়ে হওয়া নেহা ধুপিয়া আর অঙ্গদ বেদি ৷ এবার সুখবর এল নীল নীতিন মুকেশ ও রুক্মিনী সহায়ের থেকে ৷
advertisement

সদ্য মেয়ের বাবা হলে নীল ৷ সেই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন নায়ক ৷ পোস্টের সঙ্গে সঙ্গে শুভেচ্ছা বার্তায় ভরে যায় তাঁর ট্যুইটার হ্যান্ডেলের কমেন্ট সেকশন ৷ বৃহস্পতিবার মুম্বইয়ের ব্রেচ ক্যান্ডি হাসপাতালে জন্ম হয় নীল-রুক্মিনীর প্রথম সন্তান নূরভি নীল মুকেশের ৷ মুকেশ পরিবারের তরফে জানানো হয়েছে, মা এবং মেয়ে দু’জনেই সুস্থ রয়েছে ৷

advertisement

২০১৭-কর ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছিল নীল-রুক্মিনীর ৷ রোহিত শেট্টির ‘গোলমাল এগেন’-এ শেষ দেখা গিয়েছিল নীলকে ৷ অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ওয়াজির’ ছবিতে নজর কেড়েছিল নীলের অভিনয় ৷ কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে নীল নীতিনের পরবর্তী ছবি ‘সাহো’ ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাবা হলেন নীল নীতিন মুকেশ