সংবাদ সংস্থা পিটিআই-কে সরফরাজ বলেছেন, 'এই খবরটা সম্পূর্ণ মিথ্যে৷ একেবারেই রটনা৷ আমার বাবা হাসপাতালে৷' শ্বাসকষ্ট নিয়ে কানাডার হাসপাতালে চিকিত্সাধীন বলিউডের প্রবীণ অভিনেতা কাদের খান৷ ৮১ বছরের অভিনেতাকে রেগুলার ভেন্টিলেটর থেকে BiPAP ভেন্টিলেটরে স্থানান্তরিত করা হয়েছে৷ তবে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক৷
সুপ্রানিউক্লিয়ার পালসিতে আক্রান্ত কাদের খান৷ এই রোগে মানুষের স্মৃতিভ্রংশ হয়, হাঁটতে পারেন না ও শরীরে ভারসাম্য থাকে না৷ অমিতাভ বচ্চন শুক্রবার টুইট করে কাদের খানের দ্রুত আরোগ্য কামনা করেন৷ অমিতাভ টুইটারে লেখেন, 'কাদের খান একজন অসাধারণ প্রতিভা৷ হাসপাতালে রোগশয্যায়৷ ওঁকে স্টেজে পারফর্ম করতে দেখেছি, দেখেছি সিনেমার অনবদ্য স্ক্রিপ্ট লেখার দক্ষতা৷ দারুণ বন্ধু৷ অনেকেই জানেন না উনি এক সময় অঙ্কের শিক্ষক ছিলেন৷'
কাবুলে জন্মগ্রহণ করেন কাদের খান৷ ১৯৭৩ সালে রাজেশ খান্নার সঙ্গে 'দাগ' ছবিতে বলিউডে ডেবিউ৷ ৩০০ ছবিতে কাজ করেছেন তিনি৷ এছাড়াও ২৫০টি ছবির সংলাপ লিখেছেন৷