সূত্র থেকে জানা গেছে, তিনি কোকিলাবেন ধীরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন এবং বার্ধক্যজনিত সমস্যার কারণে তিনি মারা গেছেন। ফিল্ম ইনফরমেশনের এক প্রতিবেদন অনুসারে, তিনি বিকেল ৫:৪৫ মিনিটে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মারা যাওয়ার সময়,ভাইরাল ভায়ানি কাপুরের বাসভবন থেকে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে বনি কাপুরকে মেয়ে অংশুলা কাপুরকে দেখা গেছে। জাহ্নবী কাপুরকেও প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে আসতে দেখা গেছে ।
advertisement
প্রয়াত প্রযোজক সুরিন্দর কাপুরের স্ত্রী নির্মল কাপুর ছিলেন কাপুর পরিবারের কর্ত্রী। ইন্ডাস্ট্রিতে তিনি ব্যাপকভাবে সম্মানিত ছিলেন এবং বছরের পর বছর ধরে প্রায়শই কাপুর পরিবারের সমাবেশ এবং উদযাপনে তাকে দেখা যেত। তাদের চার সন্তান রয়েছে – অনিল কাপুর, রীনা কাপুর, বনি কাপুর, সঞ্জয় কাপুর।
নির্মলের নাতি-নাতনিরা হলেন, সোনম কাপুর , রিয়া কাপুর , হর্ষবর্ধন কাপুর, জাহ্নবী, খুশি এবং অংশুলা, অর্জুন কাপুর, শানায়া কাপুর, জাহান কাপুর। নির্মলের মেয়ে রীনা কাপুরের ছেলে হলেন মোহিত মারওয়াহ। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া পড়েছে কাপুর পরিবারে৷ সকলেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন৷