TRENDING:

প্রয়াত কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক তথা চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায়

Last Updated:

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি । বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবর আসে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বইঃ প্রয়াত রজনীগন্ধা, ছোটি সি বাত খ্যাত পরিচালক তথা চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায় । মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর । দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি । বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবর আসে । ছোটি সি বাত, রজনীগন্ধা, বাতো বাতো মে, চামেলি কি শাদি, এক রুকা হুয়া ফয়সলা-সহ একাধিক জনপ্রিয় ছবির পরিচালনা করেন বাসু চট্টোপাধ্যায় । তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে ।
advertisement

চলচ্চিত্র পরিচালক তথা ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড ডিরেক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত প্রথম ট্যুইটার হ্যান্ডেলে দুঃখপ্রকাশ করেন বর্ষীয়ান পরিচালকের মৃত্যুতে । তিনি লেখেন ,"চলচ্চিত্র জগতের বড় ক্ষতি । প্রখ্যাত চলচ্চিত্রকার বাসু চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ।  দুপুর ২টো নাগাদ তাঁর শেষকৃত্য সান্তাক্রুজ শ্মশানে সম্পন্ন হবে । "

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামে ছুটতে হবে না! এবার শহরে বসেই মিলবে গ্রামবাংলার আমেজ, কীভাবে জানুন
আরও দেখুন

বাসু চট্টোপাধ্যায় ১৯৩০ সালে ভারতের রাজস্থান প্রদেশের অজমের শহরে জন্মগ্রহণ করেন। মুম্বই থেকে প্রকাশিত সাপ্তাহিক ট্যাবলয়েড Blitz-এ অঙ্কনশিল্পী এবং কার্টুনিস্ট হিসাবে তাঁর কর্মজীবন শুরু । চলচ্চিত্র পরিচালনা শুরুর আগে রাজ কাপুর ও ওয়াহিদা রহমান অভিনীত 'তিসরি কসম' ছবিতে তিনি বাসু ভট্টাচার্য-এর সহকারী হিসাবে কাজ করেন। 'তিসরি কসম' ১৯৬৬ সালে জাতীয় পুরস্কার লাভ করে । বাসু চট্টোপাধ্যায় প্রথম পরিচালিত চলচ্চিত্র 'সারা আকাশ' (১৯৬৯) । এই ছবিটির জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার পান তিনি ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রয়াত কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক তথা চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল