TRENDING:

শহরে এলেন নতুন 'বব বিশ্বাস' অভিষেক বচ্চন

Last Updated:

২৪ তারিখ থেকে শুরু হবে ছবির শ্যুটিং

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শহরে এলেন অভিষেক বচ্চন। বব বিশ্বাস ছবির শ্যুটিং-এর জন্যই এদিন কলকাতা পৌঁছলেন বিগ বি তনয়। এই ছবিতে বব বিশ্বাসের ভূমিকায় অভিনয় করবেন তিনি। ২৪ তারিখ থেকে শুরু হবে ছবির শ্যুটিং। কলকাতায় মোট ৪২ দিনের শ্যুটিং হওয়ার কথা ।
advertisement

বৃহস্পতিবার, দক্ষিণ কলকাতায় শুরু হবে প্রথম দফার শ্যুটিং। এই ছবির মাধ্যমেই পরিচালনায় পা রাখছেন সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। প্রযোজনার দায়িত্বে শাহরুখের রেড চিলিজ। কাহানির প্রিকোয়েল বলা যেতে পারে বব বিশ্বাস কে।

'নমস্কার, এক মিনিট' শুধু এই সংলাপেই বাজিমাত করেছিলেন অরিজিনাল বব বিশ্বাস শাশ্বত চট্টোপাধ্যায় । তাই বব বিশ্বাস ছবিতে নাম ভূমিকায় অভিষেক বচ্চন জানার পর থেকেই উত্তাল হয়েছিল সোশাল মিডিয়া। সূত্র অনুযায়ী ডেট সমস্যার কারণে প্রাথমিক কথা বার্তার পরেও অপুদার অভিনয় করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেন অভিনয় করছেন না সে ব্যাপারে শাশ্বত চট্টোপাধ্যায় কিছু না জানালেও টিম বব বিশ্বাসকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

DEBAPRIYA DUTTA MAJUMDAR

বাংলা খবর/ খবর/বিনোদন/
শহরে এলেন নতুন 'বব বিশ্বাস' অভিষেক বচ্চন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল