এই ছবিটি পোস্ট করে অভিষেক বিবরণে লিখেছেন, 'অনেক বেশি সহজ ও নিরাপদ সময়ের থ্রোব্যাক ছবি। হ্যাপি হোলি সকলকে। সবচেয়ে সুন্দর এই অনুষ্ঠান পালন করুন অনেক বেশি সতর্ক হয়ে নিজের বাড়িতে। কোভিড ১৯-এর সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। আমরা নিয়ম মেনে চলছি। বাড়িতে থাকুন, গুজিয়া খান, বড়দের আশীর্বাদ নিন এবং পরিবারকে দেখে রাখুন।' সঙ্গে হ্যাশট্যাগে রেখেছেন 'মাইগার্লস' শব্দটি।
advertisement
ট্যুইটারে অবশ্য আরও ছোট বার্তা দিয়েছেন অভিষেক। সোজাসাপটা শুধু লিখেছেন, 'সবাইকে নিরাপদ হোলির শুভেচ্ছা জানাই'। অন্যদিকে, অমিতাভ বচ্চনও এদিন হোলির শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি দুর্লভ ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে সাদা-কালো একটি পুরনো ছবিতে ধরা দিয়েছেন অমিতাভ, জয়া বচ্চন ও ছোট্ট অভিষেক। অমিতাভের ঘাড়ের উপর বসে রয়েছে ছোট্ট ছেলে।
গত বছর বচ্চন পরিবারের একমাত্র জয়া বচ্চন বাদে প্রত্যেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। প্রত্যেকেই ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সুস্থ না হওয়ার পর্যন্ত মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তাঁরা।