ফের অমিতাভ বচ্চনের নাম জড়িয়ে ঘৃণ্য ভাষায় অপমান করা হল অভিষেক বচ্চনকে । অমিতাভ-অভিষেক দু’জনেই কোভিড পজিটিভ হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি । বচ্চন বহু ঐশ্বর্য ও নাতনি আরাধ্যাও মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন । তবে তাঁরা আপাতত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ।
কিন্তু অমিতাভ আর অভিষেকের রিপোর্ট বারবারই পজিটিভ আসায় তাঁরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন । সাম্প্রতিক এই অবস্থার প্রেক্ষিতে ট্যুইটারে এক মহিলা অভিষেককে লেখেন, ‘‘এখন তো আপনার বাবা হাসপাতালে ভর্তি । এখন কার ভরসায় বসে বসে খাবেন?’’ এই মন্তব্যের জবাবে অবশ্য চুপ থাকেননি অভিষেক । সপাটে জবাব দিয়ে দেন । অভিনেতা লেখেন, ‘‘আপাতত দু’জনেই হাসপাতালের বেডে শুয়ে শুয়ে খাচ্ছি ।’’
তবে এখানেও থেমে থাকেননি ওই মহিলা । তিনি লেখেন, ‘‘দ্রুত সুস্থ হয়ে উঠুন স্যার । তবে শুয়ে শুয়ে খাওয়ার ভাগ্য আর সবার ভাগ্যে কোথায় হয়...।’’ এরপর অভিষেক তার উত্তরে লেখেন, ‘‘আমি প্রার্থনা করি, আপনি কখনও আমাদের মতো এরকম অবস্থার মধ্যে পড়বেন না । আপনি সুস্থ থাকুন, সাবধানে থাকুন । আপনার প্রার্থনার জন্য ধন্যবাদ ম্যাম ।’’