বাদ পড়েননি বাড়ির কর্ত্রী জয়া বচ্চনও (Jaya Bachchan)। ২০১৬ সালে একটি ছোট্ট ক্যামিও ভূমিকায় কি অ্যান্ড কা (Ki & Ka) ছবিতে দেখা গিয়েছিল জয়াকে। কিন্তু এই আটাত্তর বছরেও যিনি বলে বলে হাঁটুর বয়সিদের গোল দিচ্ছেন, সেই অমিতাভ বচ্চন কী করছেন? বিগ বি জানিয়েছেন যে তিনি কিছু দিনের মধ্যেই বিকাশ বহেলের ( Vikash Behel) আগামী ছবির কাজ শুরু করবেন।
advertisement
অমিতাভ ছেলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গে এও বলেছেন, দীর্ঘ দিন পর মরাঠি ছবিতে আবার তাঁর কেরিয়ার শুরু করছেন জয়া। অমিতাভ শেষ করেছেন চেহরে (Chehre) এবং ঝুন্ড (Jhund) ছবির কাজ। দু'টো ছবিই মুক্তির অপেক্ষায়। ছেলে অভিষেকের জন্য গর্ববোধ করেছেন বিগ বি। তিনি বলেছেন, গত বছর অর্থাৎ ২০২০ সাল অভিষেকের কেরিয়ারে একটি উল্লেখযোগ্য বছর ছিল। ওই বছরই ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করেছেন অভিষেক। প্রশংসিত হয়েছে লুডো (Ludo) এবং ব্রিদ ইনটু দ্য শ্যাডোজ-এ (Breathe: Into the shadows) অভিষেকের কাজ। ব্রিদ-এর দ্বিতীয় সিজনেও কাজ করেছেন জুনিয়র বচ্চন। হর্ষদ মেহতা (Harshad Mehta) রূপে বিগ বুল (Big Bull) ছবিতে অভিষেককে দেখার জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছে।
সুজয় ঘোষের (Sujoy Ghosh) মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষের (Diya Annapurna Ghosh) বব বিশ্বাস (Bob Biswas) ছবিতে নাম ভূমিকায় রয়েছেন অভিষেক। কলকাতায় ছবির শ্যুটিংয়ে টাকমাথা, পেটমোটা অভিষেক-কে অনেকেই চিনতে পারেননি । আপাতত অমিতাভের একটি ছবি এপ্রিলে ও অপরটি জুনে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।