আমির ও কিরণ জানান, কার্গিলে ছবির শ্যুটিং তাঁদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। শ্যুটিং এর সময়ে প্রশাসনের থেকে এবং স্থানীয়দেরও সহযোগিতা পেয়েছেন। গত বছরই এই শ্যুট করার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু কোভিডের জন্য সেই সময়ে করতে পারেননি বলেও তাঁরা জানান। এই ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করেছেন করিনা কাপুর। এছাড়া ছবির প্রযোজনা করেছেন কিরণ। কার্গিলের যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবি।
advertisement
প্রসঙ্গত, গত ৩ জুলাই আমির খান ও কিরণ রাও তাঁদের বিচ্ছেদর কথা ঘোষণা করেন।১৫ বছর সুখের সংসার করার পরে এবার তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সম্পর্কের সমীকরণ বদলালেও এখনো তারা পরিবারের মতই আছে বলেও জানিয়েছেন। দুজনেই নতুন জীবন শুরু করতে চলেছেন বলে ঘোষণা করেছেন। এই ঘোষণার পর নেটদুনিয়ায় একের পর এক ট্রোলিং এর শিকার হতে হয়েছে আমির খান ও কিরণ রাও কে। যদিও সেসবে গুরুত্ব না দিয়ে নিজেরা একসঙ্গে কাজ করে চলেছেন তাঁরা।