কঙ্গনা রানাওয়াত নিজের টুইটার হ্যান্ডেল থেকে একাধিকবার বিভিন্ন অভিনেতা ও শিল্পীদের আক্রমণ করেছেন। তাপসি পান্নু থেকে শুরু করে স্বরা ভাস্কর কেউই বাদ যাননি তাঁর নিশানা থেকে। এমনকি কখনও শব্দচয়নের সীমাও ছাড়িয়েছেন কঙ্গনা। আর আজ সেই প্রসঙ্গেই কঙ্গনাকে নিশানা করা হয়েছে নাসিরুদ্দিন শাহের নামের এই অ্যাকাউন্ট থেকে।
সেই টুইটে লেখা, "কঙ্গনা রানাওয়াতের সব অভিনেতাদের নিয়েই সমস্যা রয়েছে একমাত্র নরেন্দ্র মোদি ছাড়া।" এখানেই প্রশ্ন উঠছে তা হলে কি প্রধানমন্ত্রীকেও অভিনেতা বলে কটাক্ষ করেছেন অভিনেতা। কিন্তু অ্যাকাউন্টটি নাসিরুদ্দিনেরই নয়। এদিকে সেই অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা প্রায় ৬৪ হাজার। পোস্টটিও ভাইরাল হয় মুহূর্তে।
advertisement
এমনিতেই এর আগেও কৃষক আন্দোলনের সমর্থনে এবং গেরুয়া শিবিরের বিরোধিতা করেছেন নাসিরুদ্দিন। কিছু রয়েছে টুইট পোস্টও। কিন্তু তাঁর তো কোনও অ্যাকাউন্টই নেই। দিন কয়েক আগেই অভিনেতার স্ত্রী রত্না পাঠক জানিয়েছেন যে নাসিরুদ্দিন শাহের কোনও অ্যাকাউন্ট নেই টুইটারে। ফেক অ্যাকাউন্টের সমস্যায় তাঁরা জর্জরিত। এই নিয়ে নাকি তাঁরা পুলিশেও অভিযোগ জানিয়েছেন।
