এই সেলফিই এখন ‘সেলফি অব দ্য ইয়ার’-এর তকমা পেয়েছে ৷ কী এমন আছে সেই সেলফিতে? সাদা চোখে দেখলে আসলে কিছুই নেই ৷ এমনকি সেলফি তোলার নূন্যতম উপকরণটাও নেই তাদের কাছে ৷ হাতে রয়েছে একটি ময়লা চটি ৷ সেটাই স্মার্টফোনের কাজ করছে ৷ আর সেই চপ্পলের দিকে তাকিয়েই সরল হাসিতে পোজ দিচ্ছে খুদের দল ৷
advertisement
ছবিটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ কিন্তু ছবিটি কে-কোথায় তুলেছেন তা জানা যায়নি ৷ ভাইরাল এই ছবিটি শেয়ার করেছেন বলিউড তারকারাও ৷ অনুপম খের লিখেছেন, ‘কোনও জিনিস তখনই সেরা হয়ে ওঠে যখন কেউ জিনিসটার মধ্যে থেকে ভালোটা খুঁজে পায়।’ আবার সুনীল শেট্টি লিখেছেন, ‘সুখ আসলে একটি মানসিক অবস্থা ৷’
তবে অমিতাভ বচ্চন ট্যুইট করে লেখেন, ‘যথাযথ সম্মান দিয়েই বলছি, আমার মনে হচ্ছে ছবিটি ফটোশপ করা ৷ মনে রাখতে হবে যে, হাতে ধরা চপ্পলটি বাচ্চাটির শরীরের অন্যান্য অংশের চেয়ে আলাদা।’
Not photoshopped. One kid is wearing the other chappal.And he is the only one who wears one. They show beautifully... happiness is not what you have, happiness is who you are ! pic.twitter.com/cDqN3Pe3Ye
— Arpita