তিনি বলেন যে, 'সেই সময়ের এক নামজাদা আলোকচিত্রী আমাদের ছবি তুলতে আসেন৷ কিন্তু তিনি একটু অন্যরকম ছবি চাইছিলেন৷ আমি আর সলমন একসঙ্গে দাঁড়িয়ে ছিলাম৷ উনি সলমনকে আড়লে ডেকে নিয়ে গিয়ে বললেন ফ্ল্যাশ লাইট জ্বলার সঙ্গে সঙ্গে আমায় জাপটে ধরে ঠোঁটে চুমু খেতে! শুনেই আমি আঁতকে উঠেছিলাম৷ আমি যে সব শুনতে পেয়েছি, সেটা ওঁরা বোঝেনি৷ কিন্তু সলমনের উত্তর আমার মন জয় করে নিল৷ সেদিনই বুঝেছিলাম ও খুব ভাল মানুষ'৷
advertisement
ভাগ্যশ্রী জানালেন, ফোটোগ্রাফারের ইচ্ছে সেদিন পূরণ হয়নি৷ কারণ সলমান সাফ জানিয়েছিলেন যে এমন কিছু করতে হলে ভাগ্যশ্রীর সঙ্গে কথা বলতে হবে৷ এর মাধ্যমেই বোঝা গিয়েছে যে ভাইজান কতটা সম্মান করেন মহিলাদের৷ নিজের মহিলা সহকর্মীকে কোনওভাবে বিপাকে ফেলতে চাননি সলমান৷ যেই সময় এই ছবিটি মুক্তি পেয়েছিল, সেই সময় ছবিতে চুমু খাওয়ার রীতি একেবারেই ছিল না৷ ধীরে ধীরে অনেক বোল্ড হয়েছে বলিউড৷ কিন্তু সেই সময়ের বলিউড যে নিষ্পাপ প্রেমের গল্প বলত, তা এখনও বেশ জনপ্রিয়৷
সলমন ভাগ্যশ্রীর হিট জুটিতে ম্যায়নে পেয়ার কিয়া ছবিটি শুধু যে বক্স অফিস সাফল্য পেয়েছিল তাই নয় সর্বকালীন একটি ছবি হয়েও রয়ে গিয়েছে৷ সেই ছবিটির পর ভাগ্যশ্রী বহুদিন কোনও ছবি না করলেও, তাঁর জনপ্রিয়তায় কোনও ভাঁটা পড়েনি৷ যদিও ইদানিং কিছু কিছু ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে৷