TRENDING:

জাগ্রত বোল্লাকালী পুজো, ৪০০ বছরের পুরনো ঐতিহ্যেকে প্রথম গান গেয়ে শ্রদ্ধা নিবেদন শিল্পী মেখ্লা দাশগুপ্তের

Last Updated:

যে জেলায় এই পুজো হয় সেই দক্ষিণ দিনাজপুরের মেয়ে সঙ্গীত শিল্পী মেখ্লা দাশগুপ্ত৷ এবার বোল্লাকালী মাকে গান গেয়ে শ্রদ্ধা জানালেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উত্তরবঙ্গের জাগ্রত বোল্লাকালী মা৷ রাসপূর্ণিমার পরের শুক্রবার ঘটা করে পুজো শুরু হয়। দক্ষিণ দিনাজপুরে রাস পূর্ণিমার পরে বোল্লাকালীর পুজো হয়, বিভিন্ন রাজ্য থেকে প্রায় দশ লক্ষ দর্শনার্থী এই পুজোয় অংশ নেন। এই পুজো ঘিরে রয়েছে সুদীর্ঘ ইতিহাস৷ প্রায় ৪০০ বছর আগে এলাকার জমিদার বল্লভ চৌধুরীর সময়কালে এক মহিলা স্বপ্নাদেশে একটি পাথর খন্ড পেয়ে সেটিকে মাতৃরূপে পুজো শুরু করেন।
News18
News18
advertisement

এরপর জমিদার মুরারী মোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মামলায় জড়িয়ে গেলে বোল্লা মায়ের কাছে মানত করেন এবং মামলায় জয়লাভ করেন। কৃতজ্ঞতা ও ভক্তির প্রতীক হিসেবে তিনি বোল্লাকালীর মন্দির নির্মাণ করেন। সেই থেকেই এই পুজো৷ যে জেলায় এই পুজো হয় সেই দক্ষিণ দিনাজপুরের মেয়ে সঙ্গীত শিল্পী মেখ্লা দাশগুপ্ত৷ এবার বোল্লাকালী মাকে গান গেয়ে শ্রদ্ধা জানালেন তিনি৷

advertisement

আরও পড়ুনNext 10 Years Rashifal Sadesati: রকেটের মতো উঠতে পারে, আবার মাটিতে পুঁতে দিতে পারে ভাগ্য, শনিদেবের মহাচালে আগামি 10 বছর কোন কোন রাশির সাড়েসাতির ফাঁড়া, মিলিয়ে দেখুন আপনার রাশির অবস্থান!

প্রচারে সেভাবে না থাকলেও উত্তরবঙ্গে বোল্লাকালী মায়ের কথা সকলেই জানেন৷ বহু মানুষ মানত করেন ইচ্ছেপূরণের জন্য৷ মেখ্লারও ছিল তেমন ইচ্ছে৷ গানের জগতে নিজের পরিচিতি তৈরি করেছেন শিল্পী৷ দুর্গাপুজোতে রিলিজ করেছেন তাঁর একক গান, রয়েছে তাঁর সরস্বতী বন্দনাও৷ ইচ্ছে ছিল বোল্লাকালী মায়ের বন্দনায় গান গাইবার৷ মেখ্লার কথায়, আমার জেলায় যে ঠাকুরকে সকলে মানেন, যাঁর কৃপায় আমি এতদূর আসতে পেরেছি, তাঁর চরণ ছুঁয়ে প্রণাম জানাতে চেয়েছিলাম আমার শিল্পকর্মের মাধ্যমে৷ অনেকদিন সেই ইচ্ছে ছিল, এবার পূরণ হল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এই গান তৈরি গল্পও খুব কাকতালীয়৷ বোল্লাকালী কমিটির থেকে গত বছর যোগাযোগ করা হয় শিল্পীর সঙ্গে৷ তাঁদের অনুরোধে ৪-৫ দিনের মধ্যে তৈরি হয় গান, যা বোল্লাকালী মায়ের নিবেদনে প্রথম গান৷ ৪-৫ দিনে গান তৈরি এককথায় অসম্ভব৷ আমার সঙ্গে যখন যোগাযোগ করা হয় কমিটির পক্ষ থেকে তখন একপ্রকার চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এত তাড়াতাড়ি কীভাবে গান তৈরি সম্ভব৷ তবে মায়ের আশীর্বাদে সব হয়ে গেল কম সময়ের মধ্যেই৷ জানালেন মেখ্লা৷ গত বছর গান তৈরি হয়েছিল, হয়েছিল ভিডিও শ্যুটও৷ এবছর সেই গান মুক্তি পেয়েছে৷ আগামী ২২শে নভেম্বর রয়েছে পুজো, তার আগে গান প্রকাশ করলেন শিল্পী৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
জাগ্রত বোল্লাকালী পুজো, ৪০০ বছরের পুরনো ঐতিহ্যেকে প্রথম গান গেয়ে শ্রদ্ধা নিবেদন শিল্পী মেখ্লা দাশগুপ্তের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল