ছবিতে আজহারের দ্বিতীয় স্ত্রী সঙ্গীতা বিজলানির চরিত্রে অভিনয় করেছেন নার্গিস ফাকরি ৷ তাঁর সঙ্গে বেশ কয়েকটি ‘কিসিং সিন’ রয়েছে ইমরানের ৷ আরমান মালিকের কণ্ঠে ‘বোল দো না জারা’ গানটির দৃশ্যগুলিও দারুণ ৷ লন্ডনের বিভিন্ন জায়গায় হয়েছে এই গানের শ্যুটিং ৷ ছবিতে গোঁফওয়ালা ইমরানকে চুমু খেতে গিয়ে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে নার্গিসকে ৷ এর জন্য হয়েছে একাধিক রিটেকও ৷
#মুম্বই: ইমরান হাশমি মানেই যেমন ছবির গান দারুণ হওয়া ‘বাধ্যতামূলক’ ৷ তেমনি ছবিতে কোনও চুমু দৃশ্য থাকবে না, এমনটাও কেউ কল্পনা করতে পারেন না ৷ আর কিছুদিনেই মুক্তি পেতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিক ‘আজহার’ ৷ সম্প্রতি ছবির মিউজিক রিলিজ হয়েছে ৷ এবং প্রতিটি গানই মুগ্ধ করেছে শ্রোতাদের ৷ ছবিতে আজহারের দ্বিতীয় স্ত্রী সঙ্গীতা বিজলানির চরিত্রে অভিনয় করেছেন নার্গিস ফাকরি ৷ তাঁর সঙ্গে বেশ কয়েকটি ‘কিসিং সিন’ রয়েছে ইমরানের ৷ আরমান মালিকের কণ্ঠে ‘বোল দো না জারা’ গানটির দৃশ্যগুলিও দারুণ ৷ লন্ডনের বিভিন্ন জায়গায় হয়েছে এই গানের শ্যুটিং ৷ ছবিতে গোঁফওয়ালা ইমরানকে চুমু খেতে গিয়ে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে নার্গিসকে ৷ এর জন্য নিতে হয়েছে একাধিক রিটেকও ৷ দেখে নিন এই গানের ‘মেকিং ভিডিও’৷