এবারের আইফায় ‘অ্যানিমাল’ ছবির জন্য সেরা খল চরিত্রের পুরস্কার পেয়েছেন ববি দেওল। নাম ঘোষণা হতেই চোখ ভিজে যায় সামনের সারিতে বসে থাকা অভিনেতা ববির। পাশেই বসেছিলেন স্ত্রী তানিয়া। কোনও মতে স্ত্রীর গালে চুম্বন করে নিজের আবেগকে সামাল দেন ববি। যদিও স্ত্রী তানিয়া ববির ঠোঁটে এঁকে দেন চুম্বন।
আরও পড়ুন: অনবরত গা চুলকাচ্ছে! কোন ভিটামিনের অভাবে গা-হাত-পা চুলকায় জানেন? বড় ক্ষতির আগে জানুন
advertisement
মঞ্চে উঠে পুরস্কার নেন ববি দেওল। দর্শকাসনে তখন চিৎকার, ‘জামাল কুদু’ নাচের স্টেপ দেখাতে হবে ববিকে। ফ্যানেদের আবদার মেনে স্টেজেই সেই গানে খানিক পা মেলান ববি। মাথায় গ্লাস নিয়ে জামাল কুদুর গানে তখন গমগম করছে আইফার অনুষ্ঠানস্থল। সেই সময়ও চোখের কোনে জল ববির।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমাল’ ছবির জন্য আগেই প্রশংসিত হয়েছেন ববি দেওল। খলনায়কের চরিত্রে অভিনয়ে নজর কেড়ে ববি রাতারাতি হয়ে উঠেছেন ‘লর্ড ববি’। দর্শকের মনে ছাপ ফেলেছে অভিনয়ের পাশাপাশি ববির নাচের স্টেপও। এই ছবিটি সেরা ছবি, সেরা সহ-অভিনেতা ও সেরা গায়কের পুরস্কারও পায় এবারের আইফায়।