ভারতীয় মুদ্রায় হলিউড তারকার ‘বিএমডব্লু এক্স সেভেন’-এর মূল্য কয়েক কোটি টাকারও বেশি ৷ বহুমূল্য এই গাড়ির মধ্যে অভিনেতার যা জিনিস ছিল, তার দাম কয়েক হাজার পাউন্ড ৷ সবশুদ্ধুই খোয়া যায় গাড়িটি ৷
শোনা গিয়েছে, বুধবার বার্মিংহ্যামে গ্র্যান্ড হোটেলের সামনে পার্কিং স্পেসে দাঁড়িয়েছিল টমের বাহন ৷ তিনি সে সময় ব্যস্ত ছিলেন শ্যুটিঙে ৷ হঠাৎ তাঁর দেহরক্ষীর চোখে পড়ে পার্কিং স্পেসে টমের গাড়িটি নেই! তাঁর কাছ থেকে এ খবর পেয়ে তারকা নাকি দিশেহারা হয়ে পড়েন ৷
advertisement
ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, টমের গাড়ি অত্যাধুনিক কিলেস ইগনিশন ফোব পদ্ধতিতে চলাচল করে ৷ অর্থাৎ চাবি ছাড়াই ব্যবহার করা যায় এই ধরনের গাড়ি ৷ কিন্তু করিগরি কৌশলে দড় তস্করদের কাছে এই গাড়ি চুরি এখন সহজসাধ্য ৷ তারাও প্রযুক্তিগত কৌশল কাজে লাগিয়ে সিগনাল ক্যাপচার করে গাড়ি হাতিয়ে নেয় ৷
তবে টমের গাড়ির ইলেকট্রনিক ট্র্যাকিং ডিভাইস কাজে লাগিয়ে সেটি উদ্ধার করে ফেলেছে ব্রিটিশ পুলিশ ৷ অবশ্য গাড়ির ভিতরে যা যা ছিল, সেগুলি আর উদ্ধার করা যায়নি ৷
বার্মিংহ্যাম শপিং সেন্টারে ইতিমধ্যেই অভিনেত্রী হ্যালি অ্যাটওয়েলের সঙ্গে একপ্রস্থ শ্যুটিং সেরেছেন টম ৷ শ্যুটিঙের জন্য রবিবার থেকে বুধবার অবধি বন্ধ ছিল এই বিপণি কেন্দ্র ৷ ইতিমধ্যেই অতিমারিতে একাধিক বার এই ছবির শ্যুটিং বিলম্বিত হয়েছে ৷ কিন্তু তার পরও দেখা যাচ্ছে বাধাবিঘ্ন পিছু ছাড়ছে না শ্যুটিংপর্বের ৷