TRENDING:

Tom Cruise : ‘মিশন ইম্পসিবল ৭’-এর শ্যুটিং-এ ব্যস্ত টম ক্রুজ, পার্কিং স্পেস থেকে খোয়া গেল তাঁর মহার্ঘ্য বিএমডব্লু!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বার্মিংহ্যাম : ইংল্যান্ডের বার্মিংহ্যামে ‘মিশন ইম্পসিবল ৭’-এর শ্যুটিং করছেন এখন টম ক্রুজ (Tom Cruise )৷ কিছুদিন আগে তিনি আশা ভোঁসলের রেস্তরাঁ ‘আশাজ’-এ চিকেন টিক্কা মশালা খেয়ে মুগ্ধ হন ৷ এ বার এই শহরেই তিক্ততার পালা ৷ পার্কিং স্পেস থেকে চুরি হয়ে যায় টমের মহার্ঘ্য বিএমডব্লু!
advertisement

ভারতীয় মুদ্রায় হলিউড তারকার ‘বিএমডব্লু এক্স সেভেন’-এর মূল্য কয়েক কোটি টাকারও বেশি ৷ বহুমূল্য এই গাড়ির মধ্যে অভিনেতার যা জিনিস ছিল, তার দাম কয়েক হাজার পাউন্ড ৷ সবশুদ্ধুই খোয়া যায় গাড়িটি ৷

শোনা গিয়েছে, বুধবার বার্মিংহ্যামে গ্র্যান্ড হোটেলের সামনে পার্কিং স্পেসে দাঁড়িয়েছিল টমের বাহন ৷ তিনি সে সময় ব্যস্ত ছিলেন শ্যুটিঙে ৷ হঠাৎ তাঁর দেহরক্ষীর চোখে পড়ে পার্কিং স্পেসে টমের গাড়িটি নেই! তাঁর কাছ থেকে এ খবর পেয়ে তারকা নাকি দিশেহারা হয়ে পড়েন ৷

advertisement

ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, টমের গাড়ি অত্যাধুনিক কিলেস ইগনিশন ফোব পদ্ধতিতে চলাচল করে ৷ অর্থাৎ চাবি ছাড়াই ব্যবহার করা যায় এই ধরনের গাড়ি ৷ কিন্তু করিগরি কৌশলে দড় তস্করদের কাছে এই গাড়ি চুরি এখন সহজসাধ্য ৷ তারাও প্রযুক্তিগত কৌশল কাজে লাগিয়ে সিগনাল ক্যাপচার করে গাড়ি হাতিয়ে নেয় ৷

advertisement

তবে টমের গাড়ির ইলেকট্রনিক ট্র্যাকিং ডিভাইস কাজে লাগিয়ে সেটি উদ্ধার করে ফেলেছে ব্রিটিশ পুলিশ ৷ অবশ্য গাড়ির ভিতরে যা যা ছিল, সেগুলি আর উদ্ধার করা যায়নি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বার্মিংহ্যাম শপিং সেন্টারে ইতিমধ্যেই অভিনেত্রী হ্যালি অ্যাটওয়েলের সঙ্গে একপ্রস্থ শ্যুটিং সেরেছেন টম ৷ শ্যুটিঙের জন্য রবিবার থেকে বুধবার অবধি বন্ধ ছিল এই বিপণি কেন্দ্র ৷ ইতিমধ্যেই অতিমারিতে একাধিক বার এই ছবির শ্যুটিং বিলম্বিত হয়েছে ৷ কিন্তু তার পরও দেখা যাচ্ছে বাধাবিঘ্ন পিছু ছাড়ছে না শ্যুটিংপর্বের ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tom Cruise : ‘মিশন ইম্পসিবল ৭’-এর শ্যুটিং-এ ব্যস্ত টম ক্রুজ, পার্কিং স্পেস থেকে খোয়া গেল তাঁর মহার্ঘ্য বিএমডব্লু!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল