‘অ্যানিম্যাল’-এ পতৌদি প্রাসাদের প্রশস্ত লন, করিডোর হয়ে উঠেছে প্রাণবন্ত। একটি দৃশ্যে দেখা গিয়েছে তীব্র আবেগঘন মুহূর্তে রক্তাক্ত রণবিজয় (রণবীর কপূর) এগিয়ে আসছেন হল-এর করিডোর ধরে। ওই একই জায়গায় এর আগে দেখা গিয়েছে স্বয়ং সইফ আলি খানকেও।
advertisement
অ্যান্টিক এবং পারিবারিক সম্পত্তিতে সাজানো পতৌদি প্যালেস এর আগে বিজ্ঞাপনের শ্যুটিঙ-এও দেখা গিয়েছে। ১৯৩০-এর দশকে নির্মিত পতৌদি প্যালেসের বর্তমান বাজারমূল্য প্রায় ৮০০ কোটি টাকা। সইফ আলি খানের ঠাকুরদা ইফতিকার আলি খান পতৌদি তৈরি করিয়েছিলেন এই প্রাসাদ।
আরও পড়ুন : সবজি নয়! কাঁচালঙ্কা তাহলে কী? সঠিক উত্তরের ঝাঁঝে চমকে যাবেন আপনিও
পরবর্তীতে মনসুর আলি খানের প্রয়াণের পর এই প্রাসাদ একটি হোটেল গোষ্ঠীকে লিজ দেওয়া হয়। এক সাক্ষাৎকারে সইফ বলেছিলেন এই প্রাসাদ তিনি নিছক উত্তরসূরি হিসেবে পাননি৷ বরং ছবিতে অভিনয় করে উপার্জন দিয়ে অর্জন করতে হয়েছে৷ প্রসঙ্গত ‘অ্যানিম্যাল’ ছাড়াও কিছু বছর আগে প্রাইম ভিডিও সিরিজ ‘তাণ্ডব’, আমির খানের সুপারহিট ছবি ‘রং দে বসন্তী’-তেও দেখা গিয়েছিল পতৌদি প্যালেস৷