আরও পড়ুন:
আজ মুমতাজের বয়স ৭৫। অন্যদিকে বিশ্বজিতের বয়স ৮৬। কিন্তু তাঁদের মনের বয়স আজও যেন আটকে আছে ২১-এর ঘরে। টলি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা বিশ্বজিৎ। তাঁর অভিনয় বহু প্রশংসিত। সে সময় দেখতেও ছিলেন খুব হ্যান্ডসাম। অন্যদিকে মুমতাজ তো সব সময় সব নায়িকাদের থেকে একেবারে আলাদা। হালকা মেদ শরীরে। চোখে মুখে আবেদন। তেমনি জনপ্রিয় তাঁর নাচ। আর ৭৫ বছর বয়সে এসেও নাচকে ছাড়তে পারেননি নায়িকা। সম্প্রতি এই দুই জুটিকে দেখা গেল এক সঙ্গে পায়ে পা মেলাতে।
advertisement
অভিনেতা জ্যাকি শ্রফ একটি ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। সেখানে দেখা যাচ্ছে মুমতাজ ও বিশ্বজিৎ তাঁদের সময়ের একটি গানে পায়ে পা মিলিয়ে নাচ করছেন। সঙ্গে রয়েছেন জ্যাকি শ্রফ। এই ভিডিও ট্যুইটারে শেয়ার করে শ্রদ্ধা জানান জ্যাকি। মোবাইলে গান বাজছে নাচছেন দুই কিংবদন্তী। নাচের শেষে বিশ্বজিৎ বলছেন, ‘তুমি একটুও বদলাওনি।” মুমতাজ বলছেন, “কেন বদলাবো? বদলে কেন যাব?” সত্যিই বদলের দরকার নেই। এমন সুন্দর মুহূর্ত সত্যিই প্রশংসার।