TRENDING:

পুড়ে গেল বিপাশার ‘স্কিন’!

Last Updated:

‘ডর সবকো লগতা হ্যায়’ টিভি ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য বিকেল নাগাদই ফ্লোরে পৌঁছে গিয়েছিলেন বিপস৷ কথা ছিল নাইট শ্যুটিং ৷ মেকআপ রুমে হালকা ঘুমিয়ে সবে এক গ্লাস জ্যুস নিয়ে বসেছিলেন তিনি ৷ হঠাৎই মেকআপ ভ্যানের দরজা খুলে ঘরে ঢুকলেন বিপাশার মেকআপ আর্টিস্ট ৷ মেকআপ হল শুরু ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দেখুন দেখি কি কান্ড ৷ শ্যামলা মেয়ের গায়ে পোড়ার দাগ! তাও আবার চাঁদের মতো মুখশ্রীতে ৷ কেসটা খেলেন বিপাশা বসু ৷ ভুলভাল মেকআপের ঠেলায়, পুড়ে গেল রূপ ৷ ব্যাপারটা একটু খোলসা করা যাক৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

‘ডর সবকো লগতা হ্যায়’ টিভি ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য বিকেল নাগাদই ফ্লোরে পৌঁছে গিয়েছিলেন বিপস৷ কথা ছিল নাইট শ্যুটিং ৷ মেকআপ রুমে হালকা ঘুমিয়ে সবে এক গ্লাস জ্যুস নিয়ে বসেছিলেন তিনি ৷ হঠাৎই মেকআপ ভ্যানের দরজা খুলে ঘরে ঢুকলেন বিপাশার মেকআপ আর্টিস্ট ৷ মেকআপ হল শুরু ৷ প্রথম প্রলেপ লাগাতেই বিপত্তি৷ জ্বলে উঠল বিপাশা স্কিন৷ তড়িঘড়ি মেকআপ ফেললেন তুলে ৷ দূর দূর করে নাকি বিপাশা তাড়ালেন মেকাআপ আর্টিস্টকে ৷ তারপর ছবি তুলে করলেন ইনস্টাগ্রামে পোস্ট ৷ আর লিখলেন, ‘অবিশ্বাস্য ব্যাপার ৷ মেকআপ আর্টিস্ট মদ্যপ অবস্থায় এলেন মেকআপ করতে৷ ভুল ক্রিম লাগিয়ে আমার স্কিনকে পুড়িয়ে দিল সে ৷ এবার কী হবে?’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
পুড়ে গেল বিপাশার ‘স্কিন’!