ইতিমধ্যেই বিপাশার পোস্ট ভেসে গিয়েছে অনুরাগীদের শুভেচ্ছায় ৷ পোস্টের ছবিটিও মনকাড়া ৷ সেখানে স্ত্রীর স্ফীতোদর পরম যত্নে স্পর্শ করে আছেন করণ সিং গ্রোভার ৷ করণের সঙ্গে বিপাশার প্রথম পরিচয় ২০১৫ সালে, অ্যালোন ছবির শ্যুটিঙে ৷ বাঙালি রীতিনীতি মেনে তাঁরা সাতপাকে বাঁধা পড়েন ২০১৬-র এপ্রিলে ৷ এর পর তাঁদের রিসেপশন পার্টিতে বসেছিল বলিউডি তারকাদের চাঁদের হাট ৷ এই জুটি একসঙ্গে অভিনয় করেছেন 'ডেঞ্জারাস' ওয়েবসিরিজেও ৷
advertisement
আরও পড়ুন : পেলব দেহে নামমাত্র পোশাক, শামা সিকন্দরের বিকিনি-রূপ যেন উষ্ণতার পরশ, রইল অ্যালবাম
সুপারমডেল বিপাশার বড় পর্দায় হাতেখড়ি ২০০১ সালে, 'আজনবী' ছবিতে ৷ তবে বিপাশা বেশি নজর কেড়েছিলেন ধুম২, জিসম, ফির হেরাফেরি, দম মারো দম, রেস, ওমকারা. বচনা অ্যায় হসিনো, রাজ ছবিতে তাঁর বলিষ্ঠ অভিনয়ের জন্য ৷ অন্যদিকে করণ নিজেও বিনোদন জগতে টেলিভিশনের মুখ হিসেবে জনপ্রিয় ৷ তিনি দিল মিল গয়ে, কবুল হ্যায়, কিতনি মস্ত হ্য়ায় জিন্দগী, দিল দোস্তি ডান্স-সহ একাধিক শোয়ের অংশ ছিলেন ৷ করণের প্রেমে পড়ার আগে বিপাশা দীর্ঘ দিন ছিলেন জন আব্রাহামের প্রেয়সী ৷ দুজনের সম্পর্ক দানা বাঁধে ২০০৩ সালে, জিসম ছবিতে কাজের সময় ৷ এক দশক পরে তাঁদের সম্পর্ক ভেঙে যায় ৷