TRENDING:

Kriti Verma Scam Case: ২৬৩ কোটির আর্থিক কেলেঙ্কারি, চার্জশিটে নাম ফাঁস হতেই তোলপাড়! ইডির নজরে 'বিগবস' অভিনেত্রী

Last Updated:

Kriti Verma Scam Case: টিডিএস কেলেঙ্কারিতে চার্জশিট জমা দিয়েছে ইডি৷ সেই চার্জশিটেই নাম উঠে এসেছে কৃতি বর্মার৷ নাম ফাঁস হতেই তোলপাড় কাণ্ড৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: টেলিভিশনের পরিচিত মুখ কৃতি বর্মা এবার ইডির নজরে৷ জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস ও রোডিজ খ্যাত প্রতিযোগী এবার আর্থিক তছরুপের মামলায় জড়ালেন৷ ২৬৩ কোটির আর্থিক কেলেঙ্কারিতে আগেই নাম জড়িয়েছিল কৃতির৷ বেশ কয়েকমাস ধরেই ছিলেন ইডির নজরে৷ এবার টিডিএস কেলেঙ্কারিতে চার্জশিট জমা দিয়েছে ইডি৷ সেই চার্জশিটেই নাম উঠে এসেছে কৃতি বর্মার৷ নাম ফাঁস হতেই তোলপাড় কাণ্ড৷
advertisement

ইডির জমা দেওয়া চার্জশিটে মোট ১৪ জনের নাম রয়েছে৷ সেই অভিযুক্তদের মধ্যেই নাম রয়েছে অভিনেত্রী কৃতি বর্মা ও তার প্রাক্তন প্রেমিক ভূষণ পাটিল, প্রাক্তন আয়কর পরিদর্শক তানাজি মন্ডল অধিকারী এবং রাজেশ শেট্টি সহ আরও অনেকেরই নাম রয়েছে৷ একসময়ে আয়কর দফতরে চাকরি করতেন কৃতি৷ কিন্তু পরবর্তীতে সেই চাকরি ছেড়ে অভিনেত্রী হতে এসেছিলেন তিনি৷

advertisement

আরও পড়ুন- ‘ব্লাউজ খুলে শুধু ব্রা পরতে হবে’, অমিতাভের সঙ্গে শ্যুটিংয়ে মেজাজ হারান মাধুরী, পরের ঘটনা আরও ভয়ঙ্কর

আরও পড়ুন- ভয়ঙ্কর ভূমিকম্প! ৪ ঘন্টার মধ্যেই মণিপুরের পর আবারও কেঁপে উঠল আন্দামান, বাড়ছে আতঙ্ক

অভিনেত্রী কৃতি বর্মা ছিলেন প্রাক্তন আয়কর আধিকারিক৷ তিনি কেন্দ্রীয় সরকারের প্রাক্তন জিএসটি-র ইন্সপেক্টরের পদে ছিলেন৷ ২০১৮ সালে আয়কর দফতরে ইন্সপেক্টর পদ থেকে ইস্তফা দেন৷ তারপরই মায়ানগরীতে পা রাখেন এবং একাধিক রিয়্যালিটি শো-তে অংশগ্রহণ করে লাইমলাইটে উঠে আসেন৷ ২০১৮ সালেই রোডিজ-এর মাধ্যমে ফেম পান কৃতি৷ তারপরই বিগ বসের ঘরে দেখা যায় তাকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

২৬৩ কোটির আর্থিক কেলেঙ্কারির মাস্টারমাইন্ড হলেন প্রাক্তন আয়কর পরিদর্শক তানাজি মন্ডল অধিকারী৷ জানা যায়, কৃতি নিজের ঊর্ধ্বতনের লগইনের অধিকার অপব্যবহার করে তছরুপের টাকা পাঠান প্রেমিক ভূষণ পাটিলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই তছরুপের টাকা দিয়ে ১.০২ কোটি টাকা সম্পত্তি কিনেছিলেন তারা৷ পরে সেই সম্পত্তি ১.১৮ টাকা বিক্রি করেছিলেন৷ অভিযোগে উঠে এসেছে সেই টাকাও কৃতির অ্যাকাউন্টে চলে যায়৷ এই বিপুল পরিমাণ টাকা দিয়ে মহারাষ্ট্রের বিভিন্ন ফ্ল্যাটও কিনে রেখেছেন কৃতি৷ আপাতত পুরো বিষয়টাই তদন্ত করছে ইডি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kriti Verma Scam Case: ২৬৩ কোটির আর্থিক কেলেঙ্কারি, চার্জশিটে নাম ফাঁস হতেই তোলপাড়! ইডির নজরে 'বিগবস' অভিনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল