TRENDING:

Bigg Boss 18: শুরু হল ‘বিগ বস ১৮’; শিল্পা শিরোদকর থেকে শেহজাদা ধামি, রইল এই সিজনের চমকপ্রদ প্রতিযোগী তালিকা

Last Updated:

আর সবথেকে বড় কথা হল, এই সিজনে শোয়ের নির্মাতারা একটি অনন্য থিম চালু করেছেন। যার নাম - টাইম কা তাণ্ডব। এই থিম থেকে বোঝা যাচ্ছে যে, এই সিজনটা বেশ হইচইয়ের হতে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অবশেষে অপেক্ষার অবসান। এসে গিয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর আঠারো-তম সিজন। ফের সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলিউডের সুপারস্টার সলমন খান। প্রথম ঝলক থেকেই ইঙ্গিত মিলেছে যে, এবারের সিজনে আগের তুলনায় আরও নাটকীয়তা এবং উত্তেজনা থাকতে চলেছে। আর সবথেকে বড় কথা হল, এই সিজনে শোয়ের নির্মাতারা একটি অনন্য থিম চালু করেছেন। যার নাম – টাইম কা তাণ্ডব। এই থিম থেকে বোঝা যাচ্ছে যে, এই সিজনটা বেশ হইচইয়ের হতে চলেছে। কারণ ট্যাগলাইনে রয়েছে: “ইস বার ঘর মেঁ ভূচাল আয়েগা, কিঁউকি বিগ বস মেঁ টাইম কা তাণ্ডব ছায়েগা!” যার অর্থ হল, এই বার ঘরে ভূমিকম্প হবে। কারণ বিগ বসে সময়ের তাণ্ডব ছেয়ে যাবে। দুর্ধর্ষ থিমের পাশাপাশি রয়েছে জনপ্রিয় তারকা প্রতিযোগীরাও। তাই দেখে নেওয়া যাক, প্রতিযোগীদের তালিকা।
Bigg Boss 18 have a look at the new season contestants
Bigg Boss 18 have a look at the new season contestants
advertisement

চাহত পাণ্ডে:

সাম্প্রতিক প্রোমো থেকেই সীলমোহর মিলেছে যে, এই সিজনে দেখা যাবে চাহত পাণ্ডেকে। ‘তেনালি রামা’, ‘হামারি বহু সিল্ক’ এবং ‘দুর্গা – মাতা কি ছায়া’-র মতো শো থেকে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছিলেন এই অভিনেত্রী। তবে হামারি বহু সিল্ক ধারাবাহিকে পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে মুখ খুলে বিতর্ক উস্কে দিয়েছিলেন চাহত। এদিকে সম্প্রতি মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে হার হয়েছে তাঁর। তবে এবার বিগ বসের ঘরে লড়াই করতে দেখা যাবে চাহতকে।

advertisement

অবিনাশ মিশ্র:

জনপ্রিয় এই টেলি-তারকা যেন ঘরের ছেলে হয়ে উঠেছেন। ‘শেঠজি’-র হাত ধরে অভিনয়ের হাতেখড়ি অবিনাশের। ‘ইয়ে রিশতে হ্যায় প্যায়ার কে’ এবং ‘ইশকবাজ’ ডেলি সোপের জন্য তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন। এবার ‘বিগ বস’-এ দেখা যাবে তাঁকে।

আরও পড়ুনঃ ২০ বছরের সংসার ভেঙে খান খান, এয়ার হোস্টেসের প্রেমে পাগল ‘হিট’ অভিনেতা ছেড়ে যান সন্তানকেও

advertisement

শেহজাদা ধামি:

‘মুঝসে শাদি করোগি’-র জন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই অভিনেতা। এরপর ‘ইয়ে রিশতা ক্যয়া কহেলাতা হ্যায়’-এর আরমানের চরিত্রে অভিনয় করার সময়ই শো থেকে তাঁকে বার করে দেওয়া হয়েছিল নানা কারণে। তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। এবার ‘বিগ বস’-এ আসছেন শেহজাদা।

শিল্পা শিরোদকর:

নব্বইয়ের দশকের বলিউডের তারকা শিল্পা শিরোদকর। সম্পর্কে তিনি আবার অভিনেত্রী নম্রতা শিরোদকরের দিদিও বটে! শিল্পাকে দেখা গিয়েছে ‘ভ্রষ্টাচার’-এর মতো ছবিতে। আপাতত বিগ বসের ঘরে প্রবেশ করতে দেখা যাবে তাঁকে।

advertisement

ভিভিয়ান ডিসেনা:

টেলি-দুনিয়ার হার্টথ্রব ভিভিয়ান। অতীতেও বহু বার বিগ বসের অফার এসেছিল অভিনেতার কাছে। তবে এবার অবশেষে রাজি হয়েছেন তিনি। সম্প্রতি মিশরের সাংবাদিক নৌরান অ্যালির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিভিয়ান। এবার তিনি প্রবেশ করতে চলেছেন বিগ বসে।

ইশা সিং:

‘ইশক সুভানআল্লাহ’ এবং ‘সির্ফ তুম’-এর মতো ধারাবাহিকে দেখা গিয়েছিল ইশাকে। ‘বিগ বস’ হাউজে প্রবেশ করার জন্য প্রস্তুত অভিনেত্রী। সহ-অভিনেতা শালীন ভানোতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। বিগ বসের ঘরে যে অভিনেত্রী প্রচুর উন্মাদনা ছড়িয়ে দেবেন, সে কথা আলাদা করে আর বলে দিতে হয় না।

advertisement

নায়রা বন্দ্যোপাধ্যায়:

‘খতরোঁ কে খিলাড়ি’ এবং ‘পিশাচিনী’-র মতো ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন নায়রা। এবার নিজের সেই এনার্জি ছড়িয়ে দিতে তিনি প্রবেশ করতে চলেছেন তিনি। ফলে দর্শকদের অচিরেই মন জয় করে নেবেন।

অ্যালিস কৌশিক:

‘পাণ্ডিয়া স্টোর’ ধারাবাহিক থেকে তুমুল খ্যাতি পান অ্যালিস। সেই ধারাবাহিকে নিজের সহ-অভিনেতা কানওয়ার ধিলোঁর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। ‘বিগ বস’-এর এই সিজনে যোগ দিচ্ছেন ভক্তদের পছন্দের ‘রাভি’।

মুসকান বামনে:

জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-য় পাখির চরিত্রে দেখা গিয়েছিল মুসকানকে। এবার বিগ বসের ঘরে পা রাখছেন তিনিও। তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তা থেকে বোঝা যায় যে, বিগ বসে যথেষ্ট ভাল খেলতে চলেছেন মুসকান।

করণবীর মেহরা:

‘খতরোঁ কে খিলাড়ি’ সিজন ১৪-র বিজেতা তিনি। এবার বিগ বসের ঘরের চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত অভিনেতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অসীম রিয়াজের সঙ্গে ঝামেলা হয়েছে তাঁর। ফলে করণবীর বিগ বসে যে কঠিন প্রতিযোগিতা দেবেন, সেটা বোঝাই যাচ্ছে।

গুণরত্ন সদাবর্তে:

মহারাষ্ট্রের আইনজীবী গুণরত্ন। মরাঠা সংরক্ষণের সাংবিধানিকতাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে শিরোনাম উঠে এসেছেন তিনি। ‘বিগ বস ১৮’-র ঘরে এবার দেখা যাবে এই দুঁদে আইনজীবীকে। আর সবথেকে বড় ট্যুইস্ট হল – নিজের পোষা গাধা নিয়ে আবার বিগ বসের ঘরে প্রবেশ করেছেন গুণরত্ন। প্রোমোশনাল ভিডিও-য় সেই দৃশ্য দেখে চমকে গিয়েছেন সকলে।

অরফিন খান এবং সারা অরফিন খান:

বিখ্যাত টেড স্পিকার এবং লাইফ কোচ অরফিন খান বিতর্কিত বিগ বসের ঘরে প্রবেশ করতে চলেছেন। বলিউডের তাবড় তারকাদের সঙ্গেও যোগাযোগ রয়েছে তাঁর। আর অরফিনের সঙ্গে যোগ দিচ্ছেন তাঁর অভিনেত্রী এবং অন্ত্রেপ্রেনর স্ত্রী-ও।

চাম দারাং:

অরুণাচল প্রদেশের সুন্দরী অভিনেত্রী চাম দারাং বিগ বস ১৮-র ঘরে প্রবেশ করতে চলেছেন। রাজকুমার রাও এবং ভূমি পেড়নেকরের ‘বধাই দো’ থেকে শুরু করে আলিয়া ভাটের ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

তাজিন্দর পাল সিং বাগ্গা:

দিল্লির বিজেপি-র ইউথ উইংয়ের সাধারণ সম্পাদক এবং প্রসিদ্ধ রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন তাজিন্দর। তিনি যোগ দিয়েছেন বিগ বসের এবারের সিজনে।

আরও পড়ুনঃ মুঠো মুঠো ড্রাই ফ্রুটস রোজ সকালে খালি পেটে খাচ্ছেন? জানুন এর ফলে আপনার শরীরে কী হচ্ছে!

হেমলতা শর্মা:

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হেমলতা শর্মা আবার ‘ভাইরাল ভাবি’ নামেও পরিচিত। ‘বিগ বস ১৮’-র ঘরে প্রবেশ করবেন তিনি। হেমলতা একজন সিঙ্গেল মাদার। বহু চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন তিনি। নিজেকে আবার ‘দবঙ্গ’ বলে পরিচয় দেন হেমলতা।

শ্রুতিকা অর্জুন রাজ:

তামিল এবং মালয়ালম সিনে জগতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতিকা। কুকিং রিয়েলিটি শো ‘কুকু উইথ কোমালি’-তে জয়ী হয়েছেন তিনি। আর শ্রুতিকার উপস্থিতি নিঃসন্দেহে বিগ বসের ঘরে দক্ষিণী সিনে দুনিয়ার গ্ল্যামারের ছোঁয়া এনে দেবে।

রজত দালাল

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রজত দালাল একজন ফিটনেস ট্রেনার এবং সোশ্যাল মিডিয়া সেনসেশন। ইনস্টাগ্রামে তাঁর ১১ লক্ষ ফলোয়ার। তবে বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। এবার বিগ বসে প্রবেশ করছেন তিনি। ফলে সেখানে তাঁর উপস্থিতি হতে পারে আকর্ষণীয়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bigg Boss 18: শুরু হল ‘বিগ বস ১৮’; শিল্পা শিরোদকর থেকে শেহজাদা ধামি, রইল এই সিজনের চমকপ্রদ প্রতিযোগী তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল