ওটিটিতে এবার বিগ বস শুরু হওয়ার পর থেকেই ছিল নানা জল্পনা। করণ জোহর শুরু করলেও সেই সলমন খানকে নিতে হয় এন্ট্রি (Bigg Boss 15 Grand Finale )। রাখি সাওয়ান্ত এই শোতে ছিলেন না প্রথমে। শোতে আসার জন্য নানা কাণ্ড করেছেন রাখি। অবশেষে তাঁকেও আনা হয়। তবে শেষ রক্ষা হয়নি। টানা টিআরপি দেওয়ার পর বিদায় নিতে হয়েছে রাখিকেও। এবার দেখার কে জিতবেন বিগবসের মুকুট!
advertisement
মোট ছয় জন প্রতিযোগী (Bigg Boss 15 Grand Finale )রয়েছেন আপাতত ঘরে। তাঁদের মধ্যে থেকেই একজন জিতবেন এই শো। বিগবসের ঘরে শেষ ছয় ফাইনালিস্ট হলেন, শমিতা শেট্টি। নিশান্ত ভাট, প্রতীক সহজপাল, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ ও রেশমি দেশাই।
এই ছয় জনই এবারের শেষ প্রতিযোগী(Bigg Boss 15 Grand Finale )। তবে ছয় জনের মধ্যে সব থেকে বেশি পছন্দের তালিকায় রয়েছেন করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ। এখনও পর্যন্ত সব থেকে বেশি নাম্বার পেয়েছেন এই দুই জন। তবে এখন দেখার কে জিতে নেন বিগবসের মুকুট।
আরও পড়ুন: কালো ও নীলে মোহময়ী রশ্মিকা ! ঝড় তুললেন 'পুষ্পা'র শ্রীবল্লি !
শিল্পা শেট্টির বোন শমিতা এবছর প্রথম থেকেই ভাল কনটেস্টটেন্ট ছিলেন। তবে মাঝখানে তাঁর অসুস্থতা এবং রাকেশ বাপাতের সঙ্গে বিগবসের ঘরেই নায়িকার প্রেম নিয়ে চলে জল্পনা। তবে সব মিটিয়ে তিনি ফের রয়েছেন লড়াইয়ে।
আরও পড়ুন: বলিউডে পা রাখছেন ভাগ্যশ্রীর মেয়ে অবন্তিকা ! সঙ্গে থাকছেন হুমা কুরেশি !
অন্যদিকে মহিলা প্রতিযোগীদের মধ্যেই রেশমি দেশাইও যথেষ্ট নজর কেড়েছেন। রবিবার রাতের অপেক্ষায় রয়েছেন এখন সকলে। বিজয়ীর নাম ঘোষণার অপেক্ষায়! তবে সব থেকে বেশি লড়াইয়ে এগিয়ে আছেন তেজস্বী প্রকাশ! শনি ও রবিবার মিলিয়ে এই শো দেখানো হবে।