TRENDING:

তাঁর স্বামী সকলের সামনে নিজের পরিচয় দিক, চান রাখি সাওয়ান্ত

Last Updated:

রাখি চাইলেও নাকি তাঁর সঙ্গে দেখা করতে চাইতেন না রাখির স্বামী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রথম দিন থেকেই বিগ বস-এর  শো নতুন নতুন চমক দিয়ে চলেছে। ২০২১ এর প্রথম সপ্তাহও বেশ অ্যাকশন প্যাক। সপ্তাহের গোড়াতেই বিরাট ঝগড়া বেঁধে গেল আরশি ও রুবিনার মধ্যে। রুবিনাকে নানা কথা শোনায় আরশি। নমিনেশনের সময় রুবিনা খুব অনৈতিক কাজ করেছেন, বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, রুবিনার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন আরশি। তিনি রুবিনাকে কখনোই বিগ বস জিততে দেবেন না, এমনটাই দাবি করেন আরশি। রুবিনা পাল্টা উত্তর দেন, তাঁর মতে আরশি টিআরপি-র জন্য এই সমস্ত করছেন।
advertisement

তখনই আরশিকে নমিনেশনের কথা মনে করিয়ে দেন রাখি সাওয়ান্ত। তিনি মনে করিয়ে দেন যে, অ্যালি, জ্যাসমিন ও অভিনবের কাছে বিশেষ ক্ষমতা রয়েছে। আরশি কোনো পক্ষ নিতে পারেন না, এই অপবাদ দেন রাখি। রুবিনার মতে, আরশি একজন ফেক মানুষ।

এরই মধ্যে রাখির এক অদ্ভুত সমস্যা দেখা দেয়। তাঁর ছদ্মবেশী স্বামীর জন্য, মন কেমন করতে থাকে রাখির। তাঁর প্রেমের আজব গল্প শুনে হেসে ফেলেন সোনালি, অভিনব ও রুবিনা। রাখি চাইলেও নাকি তাঁর সঙ্গে দেখা করতে চাইতেন না রাখির স্বামী। এই জেরে জীবনের বহু সময় একাকিত্বে কাটিয়েছেন রাখি। বিগ বসকে রাখি এও বলেন যে, তিনি চান তাঁর স্বামী সামনে এসে নিজের পরিচয় দিক। তার সঙ্গে সঙ্গে অভিনবের প্রতি তাঁর ব্যাথা আছে, এই কথাও স্বীকার করেন রাখি।

advertisement

সপ্রাইজ এভিকশনে ঘর ছাড়া হন রাহুল মহাজন। এবার কার পালা সেটাই দেখার। প্রথম দিন থেকেই বিগ বস-এর শো নতুন নতুন চমক দিয়ে চলেছে। ২০২১ এর প্রথম সপ্তাহও বেশ অ্যাকশন প্যাক। সপ্তাহের গোড়াতেই বিরাট ঝগড়া বেঁধে গেল আরশি ও রুবিনার মধ্যে।

রুবিনাকে নানা কথা শোনায় আরশি। নমিনেশনের সময় রুবিনা খুব অনৈতিক কাজ করেছেন, বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, রুবিনার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন আরশি। তিনি রুবিনাকে কখনোই বিগ বস জিততে দেবেন না, এমনটাই দাবি করেন আরশি। রুবিনা পাল্টা উত্তর দেন, তাঁর মতে আরশি টিআরপি-র জন্য এই সমস্ত করছেন।

advertisement

তখনই আরশিকে নমিনেশনের কথা মনে করিয়ে দেন রাখি সাওয়ান্ত। তিনি মনে করিয়ে দেন যে, অ্যালি, জ্যাসমিন ও অভিনবের কাছে বিশেষ ক্ষমতা রয়েছে। আরশি কোনো পক্ষ নিতে পারেন না, এই অপবাদ দেন রাখি। রুবিনার মতে, আরশি একজন ফেক মানুষ।

এরই মধ্যে রাখির এক অদ্ভুত সমস্যা দেখা দেয়। তাঁর ছদ্মবেশী স্বামীর জন্য, মন কেমন করতে থাকে রাখির। তাঁর প্রেমের আজব গল্প শুনে হেসে ফেলেন সোনালি, অভিনব ও রুবিনা। রাখি চাইলেও নাকি তাঁর সঙ্গে দেখা করতে চাইতেন না রাখির স্বামী। এই জেরে জীবনের বহু সময় একাকিত্বে কাটিয়েছেন রাখি। বিগ বসকে রাখি এও বলেন যে, তিনি চান তাঁর স্বামী সামনে এসে নিজের পরিচয় দিক। তার সঙ্গে সঙ্গে অভিনবের প্রতি তাঁর ব্যাথা আছে, এই কথাও স্বীকার করেন রাখি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

সপ্রাইজ এভিকশনে ঘর ছাড়া হন রাহুল মহাজন। এবার কার পালা সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/বিনোদন/
তাঁর স্বামী সকলের সামনে নিজের পরিচয় দিক, চান রাখি সাওয়ান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল