TRENDING:

ফার্ম হাউজ থেকে বিগবসের প্রোমো, চমকে দিলেন সলমন !

Last Updated:

করোনার জেরে এবার বদলাতে চলেছে বিগ বস রিয়্যালিটি শোয়ের বহু নিয়ম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: করোনার জেরে এবার বদলাতে চলেছে বিগ বস রিয়্যালিটি শোয়ের বহু নিয়ম ৷ বিগ বসের নির্মাতা জানিয়েছেন, করোনা আবহকে মাথায় রেখেই এবার বিগ বসের ফরম্যাট একেবারেই বদলে ফেলা হচ্ছে ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে নিয়ে এমনিতেই সলমন এসে পড়েছেন বিতর্কে ৷ এই বিতর্ক যে বিগ বসের ক্ষেত্রেও প্রভাব ফেলবে তা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন নির্মাতা ৷ সলমন খান এবার তাঁর ফার্মহাউজ থেকেই শ্যুটিং করেছেন ৷ কোনওমতেই যাবেন না স্টুডিওতে ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

তবে বিগ বস মেকারদের সবচেয়ে বড় চিন্তা এই করোনা ভাইরাস ৷ কারণ, করোনা ভাইরাসের কারণেই বিগ বসের ফরম্যাটে আমূল বদল আসবে৷ নির্মাতা জানিয়েছেন, এবার আর প্রতি এপিসোড অনুযায়ী, টাকা পাবেন না প্রতিযোগীরা ৷ উল্টে আগে থেকেই বাজেট ঠিক করে দেওয়া হবে ৷ খেয়াল রাখা হবে প্রতিযোগীদের স্বাস্থ্যের ওপর ৷ করোনা টেস্ট করেই বিগ বসের বাড়িতে ঢুকতে হবে৷ নিয়মিত চেকআপ করা হবে প্রতিযোগীদের ৷ সঙ্গে স্যানিটাইজেশন ও তাপমাত্রা মাপার যন্ত্রেরও ব্যবস্থা করা হবে ৷ কোনও প্রতিযোগী যদি অসুস্থ হন, তাহলে সেই মুহূর্তেই তাঁকে বেরিয়ে যেতে হবে বিগ বসের ঘর থেকে ৷ কোনও প্রতিযোগী যদি অসুস্থ হন, তাহলে সেই মুহূর্তেই তাঁকে বেরিয়ে যেতে হবে বিগ বসের ঘর থেকে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফার্ম হাউজ থেকে বিগবসের প্রোমো, চমকে দিলেন সলমন !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল