TRENDING:

প্রকাশ্যে এল বিগবস ১৬-র প্রোমো, সিডনাজকে দেখে আবেগতাড়িত দর্শকরা

Last Updated:

Big Boss16 promo out: বিগবস ১৬-র প্রোমো মুক্তি পেতেই সিদ্ধার্থকে দেখে পুরোনো স্মৃতি ঝালিয়ে নিয়েছেন দর্শকরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দীর্ঘ অপেক্ষার পর, অবশেষে মুক্তি পেল বিগবস ১৬-র প্রোমো৷
advertisement

প্রোমো মুক্তি পেতেই উৎসাহ জেগেছে দর্শক মহলে ৷ বহুদিন ধরেই বিগবস ১৬-র অপেক্ষায় দিন গুনছিলেন বিগবস প্রেমীরা ৷ সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি মুক্তি পেল বিগবস ১৬-র প্রোমো ৷ প্রোমো প্রকাশ পেতেই উচ্ছ্বসিত জনতার একাংশ ৷ প্রোমোতে রয়েছে বিগবসের পুরোনো সিজনগুলির বেশকিছু ঝলক ৷ প্রোমোতে দেখা গিয়েছে শিল্পা সিন্দে ও হিনা খান, গহর খান ও তানিশা মুখোপাধ্যায়কে ৷

advertisement

শুধু তাই নয়  ধরা পড়েছে, শেহনাজ গিল ও সিদ্ধান্ত শুক্লার রোম্যান্সের ঝলক ৷ সিদ্ধান্ত ও শেহনাজের এই জনপ্রিয় জুটির ঝলক দেখেই আবেগপ্রবণ হয়েছেন বিগবস ফ্যানেরা ৷ সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর মানসিক ভাবে আহত হয়েছিলেন সিডনাজ ফ্যানেরা ৷ শোকের ছায়া নেমে এসেছিল সোশ্যাল মিডিয়ায় ৷ আজও সিদ্ধার্থের এভাবে অকালে চলে যাওয়া মেনে নিতে পারেননি সিদ্ধার্থ প্রেমীরা ৷

advertisement

তার মধ্যে বিগবস ১৬-র প্রোমো মুক্তি পেতেই সিদ্ধার্থকে দেখে পুরোনো স্মৃতি ঝালিয়ে নিয়েছেন দর্শকরা ৷ সিডনাজ ছাড়া অসম্পূর্ণ বিগবস এমনও মতামত দিয়েছেন অনেকে ৷ সিদ্ধার্থ মারা যাওয়ার পর সিদ্ধার্থের স্মৃতি আওড়াতে বিগবস ১৫র ফিনালেতে দেখা গিয়েছিল শেহনাজকে ৷

advertisement

আরও পড়ুন: Indian Idol-র মঞ্চে বাংলার জয়জয়কার, মনে জিতে নিলেন ৩ বাঙালি মেয়ে

এপিসোডটি দেখে চোখের জল ফেলেছিলেন দর্শকমহল ৷ বিগবস ১৩-এ অংশগ্রহণ করেছিলেন শেহনাজ গিল ও সিদ্ধার্থ শুক্লা দুজনের প্রেম ও আবেগের যুগলবন্দী মন কেড়েছিল দর্শকদের৷ শুধু তাই নয় বিগবস ১৩-এ অনেকক্ষেত্রেই মূল আকর্ষণের বিষয়বস্তু ছিলন সিডনাজ জুটি ৷ বিগবস ১৩-র জয়ী হয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা ৷

advertisement

আরও পড়ুন: শাহরুখের সঙ্গে অভিনয় করলেই বিপদ! বিস্ফোরক দাবি পাক অভিনেতা আলি জাফরের

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিগবস ১৩ শেষ হওয়ার পরেও দর্শকদের মন থেকে সরানো যায়নি সিডনাজ জুটিকে ৷ কিন্তু তারপরেই সিদ্ধার্থ শুক্লার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছিল দর্শক মহলে ৷ এই বছরেও শো-এর হোস্ট করবেন সলমান খান৷ প্রোমো প্রকাশ্যে আসতেই সিডনাজ ১৬-র জন্য অধির অপেক্ষায় দিনগুনছেন বিগবস প্রেমীরা ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রকাশ্যে এল বিগবস ১৬-র প্রোমো, সিডনাজকে দেখে আবেগতাড়িত দর্শকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল