TRENDING:

সলমনের বিগবসে সমকামী যুগল !

Last Updated:

বিগ বস মানেই তর্ক, বিতর্ক, গুঞ্জন ৷ বিগ বস মানেই সেলিব্রিটিদের মধ্যে তুমুল ঝগড়া ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিগ বস মানেই তর্ক, বিতর্ক, গুঞ্জন ৷ বিগ বস মানেই সেলিব্রিটিদের মধ্যে তুমুল ঝগড়া ৷ এমনকী, মারপিটও ৷ আর চ্যানেলের টিআরপি-কে উধ্বর্মুখী করতে এই অশান্তি, ঝামেলা বিগবসের অন্দরে একেবারে জলভাত ৷ তার ওপর তো রয়েইছে সলমন খান ! কীভাবে টিআরপিকে উসকে দিতে হয়, তা তো জানাই আছে তাঁর৷
advertisement

তবে এবার শুধু সলমন খান নয়, বিগবসের টিআরপি-কে বাড়াতে নতুন সিজনে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে নাকি সমকামী সম্পর্কে ৷ হ্যাঁ, এমনটাই শোনা যাচ্ছে বিগবসের অন্দরমহল থেকে ৷ বিগবসের অডিশনের সময় থেকেই নাকি সমকামী বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশিমাত্রায়৷ শোনা গিয়েছে, বিগবস ১২-এর তুরুপের তাসই নাকি হতে চলেছে সমকামী যুগল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তবে এই যুগল আসলে কারা, তা কিন্তু ফাঁস করেনি বিগবস কর্তৃপক্ষরা ৷ শোনা যাচ্ছে, বিনোদন জগতের বেশ জনপ্রিয় দু’জন নাকি আসতে চলেছেন বিগবসে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমনের বিগবসে সমকামী যুগল !