TRENDING:

অনুষ্কা জবাব দেননি বার্থডে উইশের, ট্যুইটারে ধমকে দিলেন বিগ বি

Last Updated:

পরে অনুষ্কা ধন্যবাদ জানিয়ে টুইটের রিপ্লাই দেন। লজ্জিত হয়ে জানান টেক্সট মেসেজেরও জবাব দিতে যাচ্ছিলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অনুষ্কা শর্মার জন্মদিন বলে কথা। তাও আবার বিয়ের পর প্রথম জন্মদিন। মে মাসের এক তারিখ তাই শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছিল ট্যুইটার। তবে বিগ বি কিন্তু অনুষ্কাকে টেক্সট মেসেজেই জানিয়েছিলেন বার্থডে উইশ। ঠিক যেভাবে উনি জানিয়ে থাকেন। কিন্তু অগণিত ভক্তের শুভেচ্ছাবার্তা, বিরাটের সঙ্গে কেক কাটা, মুভি ডেট সব কিছুর ব্যস্ততায় মিস্টার বচ্চনকে ধন্যবাদ জানাতেই ভুলে যান মিসেস কোহলি। উত্তর না পেয়ে কী করলেন অমিতাভ?
advertisement

আরও পড়ুন: শাহরুখ নয়, সঞ্জয় দত্তের ছবিতে প্রথম দেখা যায় অনুষ্কা শর্মাকে

অনুষ্কার জন্মদিনের পরদিন অমিতাভ ট্যুইট করেন অনুষ্কা বোধহয় তাঁর টেক্সট মেসেজ পাননি। প্রায় সঙ্গে সঙ্গেই লাইক আর রিট্যুইটের বন্যা।

Big B Tweet

advertisement

পরে অনুষ্কা ধন্যবাদ জানিয়ে ট্যুইটের উত্তর দেন। লজ্জিত হয়ে জানান টেক্সট মেসেজেরও জবাব দিতে যাচ্ছিলেন তিনি।

Anushka Sharma Tweet

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যাই হোক। টুইটারও থেমে থাকেনি। এমন এক মজার ঘটনায় ফানি রিঅ্যাশন দিয়েছে টুইটার। এর আগে একই ভাবে অমিতাভের শুভেচ্ছাবার্তা মিস করে গিয়েছিলেন সোনম কাপুর ও রণবীর সিং। তাদেরও এইভাবেই টুইটারে হালকা ধমকে দিয়েছিলেন বিগ বি। এবারের টুইট তাই বলিউডের তরুণ তুর্কিদের হুঁশিয়ারিও বটে। জন্মদিন যতই উপভোগ করো, বচ্চন স্যর-এর শুভেচ্ছার জবাব না দেওয়ার সাহস করো না!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
অনুষ্কা জবাব দেননি বার্থডে উইশের, ট্যুইটারে ধমকে দিলেন বিগ বি