ভূতপূর্ব এক রাতের তিনটি গল্প, তিনজন কথক, আর এক অভিন্ন রহস্যের গল্প। ছয়ের দশকের শেষভাগে, এক বৃষ্টিভেজা সন্ধ্যায় বিভূতিভূষণের বাড়িতে হাজির হয় দুই অচেনা ব্যক্তি—নীলকণ্ঠ ও শশীধর। তিনজনের আড্ডা জমে ওঠে, আর সেই আড্ডার মধ্যেই খুলে যায় তিনটি ভিন্ন কাহিনির পাতা। প্রথম গল্প ‘মণিহারা’—রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী রচনা থেকে অনুপ্রাণিত, যেখানে বনেদি ব্যবসায়ী ফণীভূষণ সাহা এবং তার স্ত্রীর গয়নার প্রতি লোভের মধ্য দিয়ে উঠে আসে এক মর্মান্তিক পরিণতি। দ্বিতীয় গল্প ‘তারানাথ তান্ত্রিক’, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি, যেখানে এক তান্ত্রিকের অলৌকিক অভিজ্ঞতা, গৃহত্যাগ ও মাতু পাগলির দীক্ষা লাভের রহস্যময় অধ্যায় উঠে আসে। তৃতীয় গল্প ‘শিকার’, মনোজ সেনের লেখা থেকে গৃহীত, যেখানে ইন্দো-চীন যুদ্ধোত্তর সময়ে অপরাধ জগতের অন্ধকারে প্রবেশ করে এক শিক্ষিত যুবক পূর্ণেন্দু, যার গন্তব্য হয়ে ওঠে এক ভৌতিক রহস্য। প্রতিটি গল্পই প্রথমে আলাদা মনে হলেও, শেষ পর্বে এসে তাদের মধ্যে সূক্ষ্ম এক সংযোগ প্রকাশ পায়। ভূতপূর্ব শুধুমাত্র একটি অ্যান্থোলজি নয়, এটি সময়, স্মৃতি এবং অতৃপ্ত আত্মার সম্মিলনে গড়ে ওঠা এক রহস্যময় অভিজ্ঞতা।
advertisement
সাহিত্যের পাতা থেকে উঠে এসে রুপোলি পর্দায় এবার প্রাণ পেল রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মনোজ সেনের সৃষ্টি। কাকলি ঘোষ এবং অভিনব মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে ‘ভূতপূর্ব’—একটি সাহিত্য-ভিত্তিক হরর অ্যান্থলজি, যার ঝলক স্পষ্ট ট্রেলারেই মিলেছে।