TRENDING:

তিনিও পড়েন প্রতারকের হাতে, অল্পের জন্য রক্ষা, মিমির ঘটনা রেশ ধরে জানালেন ভাস্বর

Last Updated:

প্রতারিত হতে হতে একটুর জন্য বেঁচে গিয়েছেন ৷ তিক্ত সেই অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করলেন ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : প্রতারিত হতে হতে একটুর জন্য বেঁচে গিয়েছেন ৷ তিক্ত সেই অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করলেন ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee) ৷ ভাস্বর জানিয়েছেন, গত বছর এক জন টলিউডের কিছু অভিনেতার সঙ্গে যোগাযোগ করে বলেন, প্রাচীন সভ্যতা নিয়ে বড় মাপের কাজ হতে চলেছে ৷ তাঁর দাবি ছিল, ছবি প্রযোজনার দায়িত্ব ভারত সরকারের ৷ কুশীলব নির্বাচনের দায়িত্ব ওঁর উপর পড়েছে ৷ ওঁর সঙ্গে আরও দু’জন মহিলাও ছিলেন ৷
advertisement

ভাস্বর লিখেছেন, এর পর মিটিং হয়৷ প্রোমো শ্যুট হয় ৷ কিন্তু ছবির কাজ আর শুরু হয় না! তার উপর টাকার কথা বললেই তিনি রেগে যেতেন ৷ এমনকি, হোয়াটসঅ্যাপে তাঁকে দীর্ঘ বার্তাও পাঠাতেন বলে দাবি ভাস্বরে ৷ কিছু দিন পর ভাস্বরের সন্দেহ হতে শুরু করে সামাজিক মাধ্যমে ওই ব্যক্তির অনুপস্থিতিতে ৷ তিনি নিজেকে বড় মাপের সরকারি আধিকারিক বলে পরিচয় দিয়েছিলেন ৷ কিন্তু তিনি সামাজিক মাধ্যমে নেই! এমনকি, গুগলে খুঁজতে গেলেও বার্তা আসত ‘সার্চ নট ফাউন্ড’ বলে ৷

advertisement

আচমকাই ভাস্বর আবিষ্কার করেন, ওই ব্যক্তি বড় প্রতারণা চক্রে জড়িত থেকে এক সময় সাজা ভোগ করেছেন ৷ জেল থেকে বেরিয়ে কিছু দিন গা ঢাকা দিয়েছিলেন ৷ তার পর আবার ফিরে যান নিজের পুরনো ‘কারবারে’ ৷

গণ্ডগোল আঁচ করতে পেরে ওই পরিকল্পনা থেকে সরে আসেন ভাস্বর ৷ লিখেছেন, ‘‘আমরা সব বুঝে এখান থেকে বেরিয়ে এলাম, লোকটিকে আমি বললাম আপনার সরূপ বুঝে গেছি।তিনি আবার গা ঢাকা দিয়েছেন।’’ নেটমাধ্যমে এই পোস্ট করে সকলকে সাবধান করেছেন অভিনেতা ৷ যাতে এই দুষ্ট চক্রে আর কেউ পা না দেন ৷

advertisement

ভাস্বরের পোস্টে নিজেদের অভিজ্ঞতা জানিয়েছেন টলিউডের অনেকেই ৷ বলেছেন, তাঁদের কাছেও ওই প্রতারকের কাছে থেকে সুযোগের হাতছানি এসেছিল ৷ কেউ কেউ কাজ শুরুও করে দিয়েছিলেন ৷ কারও কারও কথায়, ইন্ডাস্ট্রির অন্যত্রও এ রকম প্রতারক জাল বিছিয়ে বসে আছে ৷

সম্প্রতি কসবার এক প্রতিষেধক শিবিরে প্রতারিত হন মিমি চক্রবর্তী ৷ ভুয়ো আইএএস সেজে তাঁর কাছে পরিচয় দেন ওই শিবিরেরে আয়োজক দেবাঞ্জন দেব ৷ তৃতীয় লিঙ্গের মানুষকে উৎসাহ দেবেন বলে মিমি নিজেই ওই শিবির থেকে কোভিশিল্ডের প্রথম ডোজ নেন ৷ তাঁর সঙ্গে ১০ দিন ধরে ওই শিবির থেকে টিকা পেয়েছেন আরও অসংখ্য শহরবাসী ৷ কিন্তু টিকার কোনও শংসাপত্র না পেয়ে সন্দেহ হয় মিমির ৷ আয়োজকদের কাছ থেকে সদুত্তর না পেয়ে সাংসদ যোগাযোগ করেন পুলিশের সঙ্গে ৷ এর পর বন্ধ করে দেওয়া হয় ওই শিবির ৷ ফাঁস হয় পুরো চক্রটি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

সেই ঘটনার প্রসঙ্গ উল্লেখ না করেও ভাস্বর তাঁর লেখার শুরুতে বলেছেন, ‘‘এখন এটা বলা যায়৷’’ তা হলে কি দুই প্রতারণাকাণ্ডের মধ্যে কোনও যোগসূত্র আছে? ভাস্বরের পোস্টের প্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
তিনিও পড়েন প্রতারকের হাতে, অল্পের জন্য রক্ষা, মিমির ঘটনা রেশ ধরে জানালেন ভাস্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল