লাকি ডে মানে ইদের সময়ই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ সম্প্রতি মুক্তি পেল ‘ভারত’-এর ট্রেলার ৷
‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পর ফের একসঙ্গে দেখা যাবে ক্যাটরিনা ও সলমনকে ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির নতুন গান ‘চশনি’র টিজার ৷
২০১৪'র দক্ষিণ কোরিয়ার ছবি 'ওডে টু মাই ফাদার' অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। এই কোরিয়ান ছবিতে ১৯৫০ থেকে আজকের দিন... একটি সাধারণ মানুষের জীবনধারার মধ্যে দিয়ে ফুটে উঠেছে আধুনিক কোরিয়ার নানা চিত্র। ধরা পড়েছে ১৯৫০-এ কোরিয়ার যুদ্ধ চলাকালীন 'হাঙ্গন্যাম এভ্যাকুয়েশান'-এর ছবিও। সেই ছবিকেই ভারতীয় রূপ দিয়েছেন পরিচালক আলি আব্বাস জফর ৷ ছবিতে সলমন, ক্যাটরিনা ছাড়াও দেখা যাবে দিশা পাটানি ও সুনীল গ্রোভারকে ৷
advertisement
'সুলতান', 'টাইগার জিন্দা হ্যায়'-এর পর 'ভারত'! হ্যাট্রিক করার পথে সলমন আর আলি আব্বাস-এর জুটি। চলতি বছরের ঈদে মুক্তি পাচ্ছে ছবিটি।