TRENDING:

কীভাবে ভাগাড়কাণ্ডে অভিশপ্ত হয়ে উঠেছিল পরেশের জীবন, গল্প বলবে ওয়েব সিরিজ ভাগাড়

Last Updated:

ভাগাড় পরিচালনা করেছেন রাজদীপ ঘোষ, কাহিনী চিত্রনাট্য সংলাপ অম্লান মজুমদারের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সম্প্রতি আলোড়ন ফেলে দিয়েছে বাংলা ওয়েব সিরিজ ভাগাড়-এর প্রথম কয়েকটি চরিত্রের লুক এবং পোস্টার৷ এবার হল ট্রেলার লঞ্চ৷ KLIKK OTT তে আগস্ট মাসের শেষে আসতে চলেছে স্কাইপানস কমিউনিকেশন প্রযোজিত ওয়েব সিরিজ " ভাগাড় "৷ ভাগাড় পরিচালনা করেছেন রাজদীপ ঘোষ, কাহিনী চিত্রনাট্য সংলাপ অম্লান মজুমদারের৷
advertisement

২০১৮ সালে ভাগাড় কাণ্ডে কেঁপে উঠেছিল সারা বাংলা৷ সেই ভাগাড় কাণ্ডের শিকার হয়েছিল নোনাডাঙার পরেশও৷ বিরিয়ানিতে থাকা পচা বিড়ালের মাংস কেড়ে নিয়েছিল তার একমাত্র সন্তানের জীবন৷ তারপর থেকেই ভীতু, শিরদাঁড়াহীন, গোবেচারা নিম্নবিত্ত মানুষটাকে আর সহ্য করতে পারে না তার স্ত্রী পুস্প৷ পুরুষত্বের বড় অভাব পরেশের মধ্যে৷ ফলে পাড়ার কানা বাপির সঙ্গে স্বামীর সামনেই শরীরিক মিলনে কোনও দ্বিধাবোধ করে না পুস্প৷ চরম হতাশায় পরেশ আত্মহত্যার পথ বেছে নেয়৷ কিন্তু আত্মহত্যার জন্যও প্রয়োজন সাহস৷ ফলে মরার যাবতীয় চেষ্টা একের পর এক ব্যর্থ হতে থাকে৷ আর ঠিক তখনই সংবাদপত্রে একটা খবর তার নজর কাড়ে৷ এক ব্যক্তি সুপারি কিলার লাগিয়ে ৫০হাজার টাকার বিনিময় বেছে নিয়েছেন যন্ত্রণাহীন মৃত্যু৷ মরার সোজা রাস্তা খুঁজে পায় পরেশ৷ শুরু হয় সুপারি কিলারের খোঁজ৷

advertisement

অন্যদিকে ইউটিউবার অনির্বাণ তার নিজস্ব চ্যানেলের জন্য ভিডিও বানাতে গিয়ে এক জাল বেবিফুড ফ্যাক্টরির হদিস পায়৷ এর মালিক ইকবাল শাহেরিয়া৷ তার ছবি দেখে চমকে ওঠে অনির্বাণ৷ এতো ইদ্রিস আলী৷ নোনাডাঙ্গা ভাগাড়কাণ্ডে পচা মাংসের জালিয়াতি ব্যবসায় গ্রেফতার হওয়া কুখ্যাত সমাজবিরোধী৷ আজ যেমন সে সুপারি কিলার, তেমনই গোপনে চলে তার জাল বেবিফুডের ব্যবসা৷ তার কাছেই সুপারি দিতে আসে নোনাডাঙার পরেশ৷ মৃত্যুর রফা হয় ৫০ হাজার টাকায়৷ মরার আগে শেষ খাওয়া খেয়ে নিতে পরেশ ঢোকে ফুটপাতের হোটেলে৷ সেখানেই পরেশ কে লক্ষ্য করে গুলি চালায় ইকবালের গুন্ডারা৷ কিন্তু দুর্ভাগ্য, গুলি লাগে অন্য এক ব্যক্তির গায়ে৷ চোখের সামনে মৃত্যু যন্ত্রনা কত ভয়ংকর তা হারে হারে টের পায় পরেশ৷ সেই দেখেই মরার কথা মাথা থেকে দূরে সরে যায় তার৷ বাঁচতে চায় পরেশ৷ কি হবে এবার? তার পিছনে পড়ে গেছে সুপারি কিলারের দল৷

advertisement

আরও পড়ুন খড়কুটো-র শেষ এপিসোডে দারুণ চমক! মরে গিয়েও ফিরে আসবে গুনগুন!

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলিতে দিঘায় তুলকালাম...! কাতারে কাতারে ছুটছে মানুষ! সমুদ্রে সৈকতে আচমকা কী হল...?
আরও দেখুন

অন‍্যদিকে অর্নিবানকে সামলাতে মাঠে নামেন ইনসপেক্টর লাহা৷ জাল বেবিফুডের ভিডিও ফুটেজ যদি একবার জনসমক্ষে আসে, তাহলে সর্বনাশ৷ কি হবে এবার?অর্নিবান কি পারবে ইকবাল ও লাহার সমস্ত পরিকল্পনা বানচাল করতে?কিভাবে ঘটেছিল ভাগাড়কান্ড?কি তার ইতিহাস?এসব যাবতীয় অজানা কাহিনী উঠে আসবে ক‍্যানভাসে৷ এক নতুন জানালা খুলে দেবে কাহিনী প্রবাহ " #ভাগাড় "৷ এই সিরিজে অভিনয় করেছেন সব‍্যসাচী চৌধুরী, রজতাভ দত্ত, ঐন্দ্রিলা শর্মা, অম্লান মজুমদার, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, প্রীতম দাস, পূজা সরকার, শক্তি দে, মৌ ভট্টাচার্য, সুমন্ত মুখোপাধ্যায়৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
কীভাবে ভাগাড়কাণ্ডে অভিশপ্ত হয়ে উঠেছিল পরেশের জীবন, গল্প বলবে ওয়েব সিরিজ ভাগাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল