TRENDING:

Iman Chakraborty: ভয়ঙ্কর বিপদে ইমন! কাঁপছেন মৃত্যু ভয়ে...,মারাত্মক খারাপ অবস্থা গায়িকার, হঠাৎ হলটা কী?

Last Updated:

Iman Chakraborty: সম্প্রতি বিবাহবার্ষিকী উপলক্ষ্যে কেরল পাড়ি দিয়েছেন ইমন ও নীলাঞ্জন৷ তবে বেড়াতে গিয়েই চরম বিপাকে পড়েছেন গায়িকা৷ সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার কথা তুলে ধরলেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নতুন বছর পড়তে না পড়তেই স্বপ্নপূরণ হয়েছে জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমনের৷ গানের মধ্য দিয়ে নিজের জীবনের অনেক স্বপ্নই পূরণ করেছেন ইমন৷ এবার সেই তালিকায় নতুন সংযোজন৷ গায়িকার দীর্ঘদিনের ইচ্ছে ছিল একটা মার্সিডিজ গাড়ি কেনার৷ নিজের সেই স্বপ্নকেই বাস্তবায়িত করলেন ইমন ৷ সোশ্যাল মিডিয়ায় স্বামী ও বাবাকে নিয়ে ছবিও শেয়ার করেছিলেন গায়িকা৷ নতুন গাড়ি কেনার কয়েকদিন পরেই ছিল নীলামনের তৃতীয় বিবাহবার্ষিকী৷
 ভয়ঙ্কর বিপদে ইমন!
ভয়ঙ্কর বিপদে ইমন!
advertisement

সম্প্রতি বিবাহবার্ষিকী উপলক্ষ্যে কেরল পাড়ি দিয়েছেন ইমন ও নীলাঞ্জন৷ তবে বেড়াতে গিয়েই চরম বিপাকে পড়েছেন গায়িকা৷ সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার কথা তুলে ধরলেন তিনি৷ একটি ভিডিও পোস্ট করে সেই অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি৷ ঠিক কী ঘটেছে ইমনের সঙ্গে একটু খোলসা করে বলা যাক৷

আরও পড়ুন-                         একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

advertisement

আরও পড়ুন-                         একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

অভিনেত্রী জানিয়েছেন, কেরলের মুনিয়ারাতে বেড়াতে গিয়েছিলেন তাঁরা৷ মারাত্মক এবড়ো-খেবড়ো, ঢালু, অমসৃণ রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন ইমন ও নীলাঞ্জন৷ কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করা মানে প্রাণ হাত নিয়ে চলা৷ এতটাই ঢালু রাস্তা যে কোনওসময় গাড়ি খাদেও পড়ে যেতে পারে৷ ইমনের আর্তনাদ শুনেই বোঝা গেছে ঠিক কতটা ভয় পেয়েছিলেন তিনি৷ স্বামী নীলাঞ্জন পাশে থাকার পরও ভয়ে ঠক ঠক করে কাঁপছিলেন তিনি৷ এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বেড়াতে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইমন লেখেন-‘এমন রোডের উপর দিয়ে যে গাড়ি চলে, তা মুনিয়ারা-তে না গেলে বুঝতেই পারতাম না। এটা বেশ মজার অভিজ্ঞতা সঙ্গে ভয়েরও।’ তবে ইমন পুরো জার্নিটাই ভয় পেলেও স্বামী নীলাঞ্জন কিন্তু বেশ মজা পেয়েছেন৷ বরং ইমনকে ভয় পেতে দেখে মজা করতেও ছাড়েন নি৷ যদি নীলাঞ্জনের উপর বেজায় চটেও যান ইমন৷ তবে প্রাণে ভয় নিয়েও দক্ষিণী সফর চুটিয়ে উপভোগ করছেন গায়িকা ইমন৷ শুধু তাই নয়, কেরল ট্রিপের আরও ছবি এবং ভিডিও আসবে বলেও জানিয়েছেন ইমন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Iman Chakraborty: ভয়ঙ্কর বিপদে ইমন! কাঁপছেন মৃত্যু ভয়ে...,মারাত্মক খারাপ অবস্থা গায়িকার, হঠাৎ হলটা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল