সম্প্রতি বিবাহবার্ষিকী উপলক্ষ্যে কেরল পাড়ি দিয়েছেন ইমন ও নীলাঞ্জন৷ তবে বেড়াতে গিয়েই চরম বিপাকে পড়েছেন গায়িকা৷ সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার কথা তুলে ধরলেন তিনি৷ একটি ভিডিও পোস্ট করে সেই অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি৷ ঠিক কী ঘটেছে ইমনের সঙ্গে একটু খোলসা করে বলা যাক৷
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
অভিনেত্রী জানিয়েছেন, কেরলের মুনিয়ারাতে বেড়াতে গিয়েছিলেন তাঁরা৷ মারাত্মক এবড়ো-খেবড়ো, ঢালু, অমসৃণ রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন ইমন ও নীলাঞ্জন৷ কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করা মানে প্রাণ হাত নিয়ে চলা৷ এতটাই ঢালু রাস্তা যে কোনওসময় গাড়ি খাদেও পড়ে যেতে পারে৷ ইমনের আর্তনাদ শুনেই বোঝা গেছে ঠিক কতটা ভয় পেয়েছিলেন তিনি৷ স্বামী নীলাঞ্জন পাশে থাকার পরও ভয়ে ঠক ঠক করে কাঁপছিলেন তিনি৷ এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল৷
বেড়াতে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইমন লেখেন-‘এমন রোডের উপর দিয়ে যে গাড়ি চলে, তা মুনিয়ারা-তে না গেলে বুঝতেই পারতাম না। এটা বেশ মজার অভিজ্ঞতা সঙ্গে ভয়েরও।’ তবে ইমন পুরো জার্নিটাই ভয় পেলেও স্বামী নীলাঞ্জন কিন্তু বেশ মজা পেয়েছেন৷ বরং ইমনকে ভয় পেতে দেখে মজা করতেও ছাড়েন নি৷ যদি নীলাঞ্জনের উপর বেজায় চটেও যান ইমন৷ তবে প্রাণে ভয় নিয়েও দক্ষিণী সফর চুটিয়ে উপভোগ করছেন গায়িকা ইমন৷ শুধু তাই নয়, কেরল ট্রিপের আরও ছবি এবং ভিডিও আসবে বলেও জানিয়েছেন ইমন৷