এই ধারাবাহিকের পরিচিত মুখ রিমঝিম গুপ্ত। তাঁকে অনেকেই চেনেন। কারণ বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ তিনি। যিশু সেনগুপ্ত থাকে মিঠুন চক্রবর্তী সকলের সঙ্গেই একের পর এক ছবিতে কাজ করেছেন তিনি। ছোট পর্দাতেও এর আগে লিড চরিত্রে দেখা গিয়েছে রিমঝিমকে। তবে এই ধারাবাহিকে অভির কুট্টি পিসি রিমঝিম গুপ্ত। মিষ্টি মুখের এই নায়িকা প্রথম দিন থেকেই জয় করেছেন সকলের মন। তবে বেজায় মন খারাপ তাঁর।
advertisement
তার কারণ অবশ্যও 'উমা'র অকাল বধ। ফোনে কথা বলতে গিয়েও গলা ধরে আসছিল নায়িকার। মন খারাপ করছে? "সে তো হবেই। তবে সিরিয়াল শেষ হচ্ছে বলে না। আসলে এই গোটা টিমের সকলেই এত ভাল যে আমরা একটা পরিবার হয়ে গিয়েছিলাম। সেই পরিবার থেকে সবাই আলাদা হয়ে যাচ্ছি মন খারাপ তো হবেই। নীল, উমা, বাকি সকলেই এত ভাল যে আমি ওদের সঙ্গ খুব মিস করবো।" কেন শেষ হচ্ছে? নায়িকার কথায়, "সেটাই বুঝতে পারছি না। টি আর পিও খুব খারাপ ছিল না। যাই হোক কী আর করা যাবে।"
নতুন কোনও সিরিয়াল শুরু হবে বলেই কী বন্ধ হচ্ছে? " আমাদের পরিচালক সুশান্তদা আমাদের অনেক উৎসাহিত করেছেন। সুখবর দেবেন খুব শীঘ্রই! আপাতত তেমন কিছু বলার মতো নেই।" সিনেমা থেকে ধারাবাহিক, কেমন এই জার্নি? "দুটো দু'রকমের। তবে সিরিয়াল মানুষের ঘরে পৌঁছে দিয়েছে আমায়। আবার সিনেমা অন্য পরিচিতি দিয়েছে।"
পরিচালক সুশান্ত দাসের উমা' শেষ হচ্ছে ঠিকই। তবে নতুন ধারাবাহিক আসার সম্ভাবনা রয়েছে। আর সেই কারণেই সব নায়ক নায়িকাকে উৎসাহিত করেছেন পরিচালক। শুভশ্রী থেকে নীল সকলেই সুশান্ত দাসের প্রশংসায় পঞ্চমুখ। এখন অপেক্ষা নতুন করে এই জুটিদের ফের পর্দায় দেখার। ২৮ তারিখ শেষ সম্প্রচার হবে উমা। তবে জয়ের গল্পই বলবে ''উমা'!