অন্যদিকে, মেগার নতুন প্রোমোতে দেখানো হয়েছে যে, দীপা জানতে পারে যে সে যমজ সন্তানের জন্ম দিয়েছিল। তার আর এক সন্তান সোনা কি না, তা জানার জন্য সে লাবন্যর কাছে যায় এবং তখন সেখানে সূর্য চলে আসে। সত্যিটা কি জানতে পারবে সূর্য-দীপা? তার মধ্যে দিয়েই কি মিশকার চক্রান্ত ফাঁস হবে? এইসব প্রশ্নই এই ধারাবাহিককের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিচ্ছে। তাই আবারও নম্বর নিয়ে টিআরপি তালিকায় সেরার সেরা 'অনুরাগের ছোঁয়া'।
advertisement
আরও পড়ুন- 'মিঠাই'-এর টিআরপি তলানিতে! কে ফের সিংহাসনে 'অনুরাগের ছোঁয়া' না 'জগদ্ধাত্রী'? দেখে নিন
'জগদ্ধাত্রী' মেগাতে জগদ্ধাত্রী ইতিমধ্যেই সমাধান করে ফেলেছে রামকিঙ্কর লাহার বোন ফুলেশ্বরী দেবীর হত্যা রহস্য। অন্যদিকে দিব্যা সেন উৎসবকে ভয় দেখিয়ে নিজের নাম ভাঁড়িয়ে তাদের কোম্পানির শেয়ার কিনে ডিরেক্টর হিসাবে ঢুকে কৌশিকী মুখোপাধ্যায়ের কোম্পানির ক্ষতি করার চক্রান্ত করতে থাকে। আর তাদের সেই চক্রান্ত শুনে নেয় কৌশিকীর স্বামী সমরেশ। সবটা মিলিয়ে জমজমাট 'জগদ্ধাত্রী' এবারও টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে।
অন্যদিকে 'বাংলা মিডিয়াম'-এ ইন্দিরা ও বিক্রম কাছাকাছি আসছে। তার মধ্যে নতুন প্রোমোতে দেখানো হয়েছে বিক্রম জেনে গিয়েছে যে, চার বছর আগে বিক্রম যে মেয়েটিকে বিয়ে করতে যায়নি সে আসলে ইন্দিরা। সে কথা ইন্দিরা কে জানিয়ে বিক্রম তার কাছ থেকে তার কৃতকর্মের শাস্তি চাইছে। এত কিছুর পরেও কি বিক্রম-ইন্দিরার সম্পর্ক আগের মত সহজ হবে? নাকি এখানেই শেষ হয়ে যাবে তাদের সম্পর্ক? এই প্রশ্নের উত্তর পেতেই দর্শকরা আগ্রহী হয়ে উঠেছে এবং সেই আগ্রহ থেকেই 'বাংলা মিডিয়াম' টিআরপি তালিকায় সপ্তম স্থান দখল করেছে।
'মেয়েবেলা'তে মৌ টিকলির ট্রমা কাটিয়ে ফেলতে পেরেছে। মৌয়ের এই সাফল্যই কি ডোডো-মৌকে আরও কাছাকাছি আনবে? তার প্রতি ডোডোর নির্ভরতা বাড়িয়ে তুলবে? সবটা মিলিয়ে 'মেয়েবেলা'ও 'বাংলা মিডিয়াম'-এর পাশাপাশি টিআরপি তালিকায় সপ্তম স্থান দখল করে নিয়েছে।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | অনুরাগের ছোঁয়া |
দ্বিতীয় | জগদ্ধাত্রী |
তৃতীয় | খেলনা বাড়ি |
চতুর্থ | গৌরী এলো, নিম ফুলের মধু |
পঞ্চম | পঞ্চমী |
ষষ্ঠ | রাঙা বউ |
সপ্তম | মেয়েবেলা, বাংলা মিডিয়াম |
অষ্টম | গাঁটছড়া |
নবম | সোহাগ জল |
দশম | এক্কাদোক্কা |