TRENDING:

Bengali Serial TRP: কপাল পুড়ল পরশুরামের, 'বেঙ্গল টপার'-এর মুকুট হাতছাড়া, ধারেকাছে নেই ফুলকি-জগদ্ধাত্রী, কে ছিনিয়ে নিল সিংহাসন, TRP-লিস্টে মেগা চমক

Last Updated:

Bengali Serial TRP: লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ ফের হাতছাড়া হল সিংহাসন৷ বিগত ১৪ সপ্তাহ ধরে টপার থাকার পর নিজের জায়গা ধরে রাখতে পারল না ধারাবাহিক পরশুরাম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন।
News18
News18
advertisement

লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ ফের হাতছাড়া হল সিংহাসন৷ বিগত ১৪ সপ্তাহ ধরে টপার থাকার পর নিজের জায়গা ধরে রাখতে পারল না ধারাবাহিক পরশুরাম৷ প্রথমবার টিআরপি টপার হল রাজরাজেশ্বরী রানী ভবানী। স্টার জলসার এই মেগা-র কাছে হার মানতে হল পরশুরামকে। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা।

advertisement

আরও পড়ুন-অগাস্টেই বাম্পার ‘লটারি’…! বুধের রাজকীয় চালে ৪ রাশির ‘জ্যাকপট’, অঢেল টাকা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলবে ভাগ্যের দরজা

রাজরাজেশ্বরী রানী ভবানী-৭.১ (প্রথম)

পরশুরাম আজকের নায়ক- ৬.৭ (দ্বিতীয়)

চিরসখা-৬.৪ (তৃতীয়)

জগদ্ধাত্রী- ৬.৩(চতুর্থ)

রাঙামতি তীরন্দাজ-৬.০(পঞ্চম)

পরিণীতা- ৫.৯(ষষ্ঠ)

চিরদিনই তুমি যে আমার- অনুরাগের ছোঁয়া-গৃহপ্রবেশ- ৫.৫(সপ্তম)

আমাদের দাদামণি-৫.০(অষ্টম)

কথা- ৫.০ (নবম)

কোন গোপনে মন ভেসেছে -৪.০(দশম)

advertisement

আরও পড়ুন-আগামী ৪৮ ঘণ্টায়…! তেড়ে আসছে প্রবল দুর্যোগ, ঝড়-বৃষ্টিতে তছনছ হবে বাংলার কোন কোন জেলা, কলকাতাও কি ভাসবে? ক’দিন চলবে? জানাল IMD

প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা।চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। ৭.১ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথমবার প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’ ৷ ৬.৭ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’৷ ৬.৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘চিরসখা’। ৬.৩ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ৷ ৬.০ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘রাঙামতী তীরন্দাজ’ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: কপাল পুড়ল পরশুরামের, 'বেঙ্গল টপার'-এর মুকুট হাতছাড়া, ধারেকাছে নেই ফুলকি-জগদ্ধাত্রী, কে ছিনিয়ে নিল সিংহাসন, TRP-লিস্টে মেগা চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল