TRENDING:

Bengali Serial TRP: ফের ছাতছাড়া সিংহাসন! কে ছিনিয়ে নিল 'সেরার সেরা'-র মুকুট? 'জগদ্ধাত্রী-ফুলকি' কত নম্বরে? জানলে চমকে যাবেন, রইল সেরা দশ

Last Updated:

Bengali Serial TRP: ফের হাতছাড়া হল সিংহাসন৷ বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের হাতছাড়া হল সিংহাসন৷ বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। তবে গত সপ্তাহের থেকে এই সপ্তাহে নম্বর অনেকটাই বেড়েছে।
News18
News18
advertisement

লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ তবে এবারের টিআরপি তালিকায় বিশেষ কিছু রদবদল হল না৷ দীর্ঘদিন বাদে সিংহাসন ফিরে পেয়েও এসপ্তাহে ধরে রাখতে পারল না ধারাবাহিক ‘ফুলকি’৷ তবে এবারও সেরার সেরা-মুকুট ধরে রাখল ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’৷ এবারও বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিয়েছে মেগা ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ । টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা।

advertisement

আরও পড়ুন-‘আমি প্রেগন্যান্ট!’ চিৎকার করে বললেন অঙ্কিতা, কবে বাবা হচ্ছেন ভিকি? গোপনীয়তা ফাঁস করলেন বলি নায়িকা

পরশুরাম আজকের নায়ক-৭.২ (প্রথম)

ফুলকি- ৭.০ (দ্বিতীয়)

জগদ্ধাত্রী-পরিণীতা-রাঙামতি তীরন্দাজ- ৬.৭ (তৃতীয়)

গৃহপ্রবেশ- ৬.৩(চতুর্থ)

চিরসখা-৬.১(পঞ্চম)

কথা- ৫.৯(ষষ্ঠ)

রোশনাই-অনুরাগের ছোঁয়া- ৫.৭(সপ্তম)

কোন গোপনে মন ভেসেছে-৫.১(অষ্টম)

চিরদিনই তুমি যে আমার- ৫.০ (নবম)

মিত্তির বাড়ি-৪.৪(দশম)

আরও পড়ুন-ঘর থেকে বেরনোর সময় ঘাড়ে টিকটিকি পড়েছে? কীসের ইঙ্গিত জানেন? আর্থিক লাভ নাকি বিরাট ক্ষতি! জানুন শরীরের কোন অংশে পড়লেই ‘জ্যাকপট’!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা।চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। ৭.২ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ ৷ ৭.০ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘ফুলকি’৷ ৬.৭ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরিণীতা’ ‘জগদ্ধাত্রী’ও ‘রাঙামতী তীরন্দাজ’। ৬.৩ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ ৷ ৬.১ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘চিরসখা’ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: ফের ছাতছাড়া সিংহাসন! কে ছিনিয়ে নিল 'সেরার সেরা'-র মুকুট? 'জগদ্ধাত্রী-ফুলকি' কত নম্বরে? জানলে চমকে যাবেন, রইল সেরা দশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল