অন্যদিকে, প্রোমতে দেখানো হচ্ছে দীপার মেয়েরা তাকে চিনতে অস্বীকার করায় দিগবিদিগ শূণ্য হয়ে রাস্তায় ছুটছে দীপা। তার মাঝেই দীপাকে ধাক্কা মারে লড়ি, ঘটে যায় বিরাট দুর্ঘটনা। কে বাঁচাবে তাকে? আদেও কী বাঁচবে দীপা। এই সব প্রশ্ন ভাবাচ্ছে দর্শকদের। কিন্তু তার শর্তেও একমুখী গল্পের প্রবাহ, মিশকার ধরা না পড়া সবটা নিয়ে আগ্রহ হারাচ্ছে কি দর্শকরা?
advertisement
আরও পড়ুন: নিজের হারানো জায়গা ফিরে পেল ‘অনুরাগের ছোঁয়া’! ব্যাপক নম্বর কমল ফুলকির
এবার তৃতীয় ‘ফুলকি’। তবে বেড়েছে নম্বর। রোহিততের কাছাকাছি আসছে ফুলকি। সে বাড়ি থেকে পালাতে গিয়ে ধরা পড়েছে রোহিতের হাতে, তারপর বকা খেয়ে ফুলকির মন খারাপ। আর তার মাঝেই রাগ ভাঙাতে রোহিত চকলেট দেয় ফুলকির হাতে। সবটা নিয়ে প্রেম ধরা দিচ্ছে ফুলকি-রোহিতের জীবনে।
আরও পড়ুন: ‘অনুরাগের ছোঁয়া’র ম্যাজিক অটুট! বড় চমক ‘কার কাছে কই মনের কথা’র, বিনোদনের টানটান এক সপ্তাহ
অন্যদিকে, প্রোমতে দেখানো হয়েছে ফুলকি-রোহিতের ফুলশয্যা প্রথম বার ভেস্তে যাওয়ায় আবার তাদের ফুলশয্যার আয়োজন হয়েছে, কিন্তু রোহিতের জীবনে ফিরছে শালিনী। কী হবে ফুলকি-রোহিতের সম্পর্কের ভবিষৎ? তার উত্তর মিলবে মেগায়।
চতুর্থ স্থানে এবারেও ‘রাঙা বউ’। গত সপ্তাহে সেরা তবে পাঁচে জায়গা ধরে রাখতে পারল না ‘সন্ধ্যাতারা’। এই মেগাকে সরিয়ে জায়গা করে নিল ‘নিম ফুলের মধু’। এই সপ্তাহেও সেরা দশে জায়গা করে নিল ‘কার কাছে কই মনের কথা’ সঙ্গে রইল তুঁতেও।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | জগদ্ধাত্রী |
দ্বিতীয় | অনুরাগের ছোঁয়া |
তৃতীয় | ফুলকি |
চতুর্থ | রাঙা বউ |
পঞ্চম | নিম ফুলের মধু |
ষষ্ঠ | সন্ধ্যাতারা |
সপ্তম | বাংলা মিডিয়াম |
অষ্টম | হরগৌরী পাইস হোটেল |
নবম | কার কাছে কই মনের কথা |
দশম | তুঁতে |