সোনা-রূপাকে নিয়ে বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছে সূর্য। নতুন করে শুরু করেছে সব কিছু। অন্যদিকে দীপা তাদের খুঁজতে আসে। সেখানে সূর্যর কথা ভেবে সোনা-রূপা তাদের মাকে চিনতে অস্বীকার করে। সেই দুঃখে রাস্তায় বেখায়ালে হাঁটতে গিয়ে শিকার হয় বিরাট পথদুর্ঘটনার। সেখানেই সোনা-রূপার প্রার্থনায় সূর্যর চিকিৎসায় সুস্থ হয়ে উঠছে দীপা।
আরও পড়ুন: বছরপূর্তিতে বিরাট চমক ‘জগদ্ধাত্রী’র! আবার নিজের জায়গা হারাল ‘অনুরাগের ছোঁয়া’
advertisement
অন্যদিকে, নতুন প্রোমতে বিরাট চমক, শেষপর্যন্ত সোনা-রূপার ডিএনএ রিপোর্ট দেখে সূর্য জানতে পেরেছে যে তারা আসলে সূর্যরই সন্তান। সবটা জানতে পেরে সে দীপার কাছে ক্ষমা চাইতে যায়। কিন্তু দীপা কি তাকে আগের মতো করে মেনে নেবে ? সেটাই প্রশ্ন। আর মিশকাই বা কী হবে? সবটা মিলিয়ে কি আবার নিজের হারানো জায়গায় ফিরতে পারবে মেগা? এখন সেটাই দেখার।
আরও পড়ুন: নিজের হারানো জায়গা ফিরে পেল ‘অনুরাগের ছোঁয়া’! ব্যাপক নম্বর কমল ফুলকির
অন্যদিকে, প্রথম সপ্তাহেই বিরাট চমক দিল ‘লাভ বিয়ে আজকাল’। জায়গা করে নিল সেরা দশে। মেগার ঝুলিতে এসেছে ৬.০ নম্বর। প্রথম সপ্তাহেই নবম স্থানে এই মেগা।
সকলকে চমক দিয়ে দশম থেকে অষ্টমে উঠে এল ‘তুঁতে’। ষষ্ঠ স্থানে নিজের জায়গা ধরে রাখল ‘সন্ধ্যাতারা’। সপ্তম স্থান থেকে বাংলা মিডিয়ামকে সরিয়ে ‘কার কাছে কই মনের কথা’ জায়গা করে নিল। সব নিয়ে বিরাট চমক এবারের টিআরপি তালিকায়।
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম | জগদ্ধাত্রী |
দ্বিতীয় | অনুরাগের ছোঁয়া |
তৃতীয় | ফুলকি |
চতুর্থ | রাঙা বউ |
পঞ্চম | নিম ফুলের মধু |
ষষ্ঠ | সন্ধ্যাতারা |
সপ্তম | কার কাছে কই মনের কথা |
অষ্টম | তুঁতে |
নবম | Love বিয়ে আজকাল |
দশম | খেলনা বাড়ি |